দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বন্দুকবাজের হামলায় আক্রান্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী (Colombian Presidential Candidate) ডেমক্রেটিক সেন্টার পার্টির নেতা মিগুয়েল উড়িব (Miguel Uribe)। শনিবার সভা চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। মাটিতে লুকিয়ে পড়েন মিগুয়েল। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা সংকটজনক। এই ঘটনায় একজনের গ্রেফতারি খবর নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ (Pedro Arnulfo Sanchez Suarez)।

যত দিন যাচ্ছে ততই আমেরিকায় এই ধরনের দুষ্কৃতীমূলক কাজের সংখ্যা বাড়ছে। মিগুয়েল শনিবার বগোটার (Bogota)একটি পার্কে সভা করছিলেন। ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেখানে এই কাণ্ড ঘটে।২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিগুয়েল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁর উপর হামলা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–