Thursday, November 20, 2025

বিজেপি রাজ্যের সরকারি হাসপাতালে মৃত সদ্যোজাতকে মুখে নিয়ে ঘুরছে কুকুর!

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার এ কি হাল! মৃত সদ্যোজাতকে মুখে করে নিয়ে সরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে কুকুর! নিন্দা করার মতো ভাষাও নেই। শনিবার বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhyapradesh) এক সরকারি হাসপাতালে ভয়ানক দৃশ্যের সাক্ষী থাকল গোটা হাসপাতাল চত্বর। মৃত সদ্যোজাতকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর! ঘটনা দেখে হাসপাতালের এক নিরাপত্তারক্ষী কোনও মতে কুকুরটিকে তাড়িয়ে সদ্যোজাতের দেহটি উদ্ধার করেন। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত করে দেখা হবে বলে দায় এড়াতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মধ্যপ্রদেশের ইন্দোর জেলার একটি সরকারি হাসপাতালের শৌচাগারের কাছে একটি রাস্তার কুকুরকে এক সদ্যোজাতের মৃতদেহ মুখে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সেখানে থাকা এক নিরাপত্তারক্ষী কুকুরটিকে তাড়িয়ে শিশুর দেহ কোনমতে উদ্ধার করেন। এরপরেই ওই শিশুর মায়ের খোঁজ শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। শিশুটি কার, কীভাবে সে হাসপাতালে এল সেই সংক্রান্ত বিষয়গুলি হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুক্রবার রাত দেড়টা থেকে ২টোর মধ্যে এক কিশোরী ওই শৌচাগারে গিয়েছিলেন। হাসপাতালের নথি অনুযায়ী সেই মেয়েটি পেটে ব্যথা নিয়ে রাত ৯টা নাগাদ হাসপাতালে ভর্তি হন। মনে করা হচ্ছে ১৭ বছরের ওই কিশোরী হাসপাতালের শৌচাগারে সন্তান প্রসব করে। তারপর সেখানেই সদ্যোজাতকে ফেলে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে ওই কিশোরী গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান। সম্ভবত ওই কিশোরী সময়ের আগেই অপরিণত, মৃত সন্তান প্রসব করেছিলেন। তাই মৃত সদ্যোজাতকে সেখানেই ফেলে পালিয়ে যান। শনিবার দুপুরে শিশুর দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, মৃত অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। ওই কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এত বড় একটা ঘটনা ঘটে গেল হাসপাতাল কর্তৃপক্ষের নজরে কিছুই এল না? একজন কিশোরী শৌচাগারে প্রসব করছেন আর সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই হাসপাতালের? কী বলবেন গেরুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীরা?

 

spot_img

Related articles

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...

তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

বিজেপির গুন্ডাদের হাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের দুই বিএলএ-২ পবিত্রকুমার সাউ ও দেবব্রত মাইতির আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র...

কলকাতায় ১৫ বছরের পুরোনো বাস চলাচলে নতুন গাইডলাইন, উপকৃত মালিকেরা

বাণিজ্যিক যানবাহনের বয়সসীমা নিয়ে কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক রায়ের পর পরিবহণ দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। দফতরের বিজ্ঞপ্তি...