Monday, January 12, 2026

ট্রাম্পের অভিবাসন নীতিতে ক্ষোভ: জ্বলছে লস এঞ্জেলস, মোতায়েন ২০০০ সেনা

Date:

Share post:

ট্রাম্পের নীতির ভুল তুলে ধরে দূরত্ব বাড়িয়েছেন এলন মাস্ক। শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন টেসলা কর্তা। এবার মার্কিন রাষ্ট্রপতির বহু চর্চিত অভিবাসন নীতির (immigration policy) বিরোধীতা করে বিক্ষোভে উত্তাল ক্যানিফোর্নিয়ার লস এঞ্জেলস। লস এঞ্জেলসের মেয়র নিজে অভিবাসন নীতির বিরোধিতা করায় ক্যালিফোর্নিয়া (California) পুলিশের উপর আর ভরসা করতে পারছেন না ট্রাম্প (Donald Trump)। পরিস্থিতি সামলাতে তাই লস এঞ্জেলসে (Los Angeles) সেনা (National Guard) নামালেন ট্রাম্প।

নতুন অভিবাসন নীতির বাস্তবায়নে লস এঞ্জেলসে ব্যাপক তল্লাশি শুরু হতেই আশঙ্কায় পড়ে যান লস এঞ্জেলসের অভিবাসীরা। মেয়র ক্যারেন বাস লস এঞ্জেলসকে গর্বিত অভিবাসীদের শহর দাবি করে অভিবাসন নীতির বিরোধিতাও করেন সোশ্যাল মিডিয়া পোস্টে। তল্লাশির জেরে লস এঞ্জেলসের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ। বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদীরা। অনেক জায়গায় গাড়িতে অগ্নি সংযোগও করা হয়।

তবে লস এঞ্জেলস কর্তৃপক্ষ বিক্ষোভ বন্ধে তেমন কোনও পদক্ষেপ নেয়নি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরও এই অভিবাসন বিরোধী তল্লাশিকে ‘নিষ্ঠুর’ বলে দাবি করেন। যদিও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা থেকে দুদিনের বিক্ষোভে ১১৮ জনকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায় বলেও অভিযোগ। এরপরই সতর্ক হন ট্রাম্প ও এফবিআই।

ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেন স্থানীয় পুলিশের উপর ভরসা না করে জাতীয় নিরাপত্তা বাহিনী (National Guard) মোতায়েন হবে ক্যালিফোর্নিয়ায়। ২০০০ ন্যাশানাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল দাবি করেন, যখন কোনও প্রশাসন নীরব থাকে তখন এফবিআই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। সেই সঙ্গে সরকারি নিরাপত্তা রক্ষীদের গায়ে একটি আঁচড়ও পড়লে শাস্তি জেল, স্পষ্ট করে দেন এফবিআই কর্তা। স্থানীয় পুলিশ যে জাতীয় নিরাপত্তা বাহিনীকে সমর্থন জানাচ্ছে না, তাও স্পষ্ট করে দেন প্যাটেল। যদিও গভর্নরকে টপকে ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার দখল নেওয়াকে ভালো নজরে দেখছে না ক্যালিফোর্নিয়া প্রশাসন।

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...