Wednesday, November 19, 2025

দিঘার জগন্নাথ মন্দিরে নিবেদনের পর আজ থেকেই মহাপ্রসাদের খোয়া ক্ষীর বিলি রাজ্যে 

Date:

সৈকত নগরী দিঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আজ থেকেই পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকালের মধ্যেই কলকাতার খোয়া ক্ষীর পৌঁছবে জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)। বেলা সাড়ে ১১টায় সেই খোয়া ক্ষীরই ভোগ হিসাবে নিবেদন করা হবে। এরপর তা পরিণত হবে মহাপ্রসাদে। দুপুরের মধ্যেই সমুদ্র সুন্দরী দিঘা (Digha) থেকে তা গাড়িতে করে জেলায় জেলায় পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

অক্ষয় তৃতীয়ার দিন বাংলার মুকুটে জুড়েছে নতুন পালক। পুরীর মন্দিরের আদলে পূর্ব মেদিনীপুরের দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রীর জানিয়েছিলেন, এই মন্দিরের মহাপ্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। আজ থেকে সেই প্রক্রিয়া শুরু। কালীঘাটে মায়ের ভোগে যে পেঁড়া দেওয়া হয়, সেই পেঁড়াকেই জগন্নাথ দেবের ভোগ হিসাবে রাখা ঠিক হয়েছে। সঙ্গে গজা আর খোয়া ক্ষীর থাকছে। সেই মহাপ্রসাদ বাড়ি বসেই পেয়ে যাবেন বাংলার মানুষ। আগামী স্নানযাত্রা থেকেই রথযাত্রা পর্যন্ত দিঘায় জগন্নাথ মন্দিরে একাধিক নিয়ম পালিত হবে। শাস্ত্রীয় বিধি মেনে স্নানযাত্রা (১১জুন) উদযাপিত হবে দিঘায়। এই সময় জগন্নাথ দেবের জ্বর আসে তাই প্রথা মেনে ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাকে দর্শন করতে পারবেন না ভক্তরা।২৬ জুন অর্থাৎ রথযাত্রার একদিন আগে আবার মন্দিরের দ্বার খুলবে। ওই দিন বিপুল জনসমাগম হবে ধরে নিয়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন। ৫ জুলাই জগন্নাথদেবের পুনর্যাত্রার দিনেও রেকর্ড ভিড় হবে বলে আশা করা হচ্ছে।

 

Related articles

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে...

মাদ্রাসা নিয়োগে রাজ্যকে এড়ানো? নথি তলব সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারকে কীভাবে এড়ানো হল—তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম...

ফুটবল বিশ্বকাপে চমক, নয়া এন্ট্রি দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও-র!

বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা...

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...
Exit mobile version