Thursday, December 18, 2025

মত্ত পর্যটকদের মারে দিঘায় হোটেল মালিককের মৃত্যুতে কড়া শাস্তির দাবি স্থানীয়দের

Date:

Share post:

মত্ত অবস্থায় দিঘায় হোটেল মালিককে বেধড়ক মার পর্যটকদের। চিকিৎসাধীন থাকার পরে তাঁর মৃত্যু। কড়া শাস্তি চান স্থানীয় হোটেল মালিকরা (Hotel Owner)। ১৯ মে নিউ দিঘার একটি হোটেলের মালিক প্রদীপ ঘোষকে (Pradip Ghosh) বেধড়ক মারধরের অভিযোগ ওঠে পাশের হোটেলের একদল পর্যটকের বিরুদ্ধে। সেই ঘটনায় সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে দিঘা থানার পুলিশ। বেশ কয়েকদিন চিকিৎসার পর গত শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই হোটেল মালিকের।

গত মাসের ১৭ তারিখ সাতজনের একটি পর্যটক দল নিউ দিঘার (New Digha) একটি হোটেলে এসে উপস্থিত হয়। এরপর ১৯ তারিখ রাতে তারা হোটেলের বারান্দায় দেদার মদ্যপানের আসর বসায়। আনন্দ হই হুল্লোড়ে মেতে ওঠে তারা। এমন সময় পাশের হোটেলের বারান্দায় খাওয়া-দাওয়ার পর হাঁটাচলা করছিলেন পাশের হোটেলের মালিক (Hotel Owner) কলকাতার বড়বাজারের বাসিন্দা প্রদীপ। এমন সময় মত্ত পর্যটকদের দল জানালা গলিয়ে একটি প্লেট ছোড়ে বলে অভিযোগ। প্রদীপ ঘোষের পায়ে আঘাত লাগে। ঘটনায় হোটেল মালিক প্রতিবাদ করলে তেড়ে আসে ওই মদ্যপ পর্যটকদের দল। তাঁদের মধ্যে তিনজন প্রদীপকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

হোটেলের কর্মীরা কোনওক্রমে উদ্ধার করে দিঘা রাজ্য জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে প্রদীপকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর গত শুক্রবার মৃত্যু হয় তাঁর। তবে জনবহুল দিঘায় এভাবে হোটেল মালিকের মৃত্যু নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে হোটেল মালিকদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল মালিকের অভিযোগ, “দিঘায় এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার মদ্যপ অবস্থায় পর্যটকরা হোটেল মালিক ও কর্মীদের হেনস্থা করে। আমরা এই ঘটনার কড়া শাস্তি চাই।”

হোটেল মালিককে মারধরের ঘটনায় হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত হুগলির শ্রীরামপুরের বাসিন্দা উমাশঙ্কর দাস, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার নবীন চৌধুরী ও বিহারের অঙ্কিত কুমার। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন দিঘা থানার ওসি অমিত প্রামাণিক।
আরও খবরএখনই স্থগিতাদেশ নয়: এসএসসি গ্রুপ-সি,ডি মামলায় রায়দান স্থগিত

spot_img

Related articles

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...