প্রাসাদোপম চারতলা বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা দেহ। টালিগঞ্জের নেতাজিনগর (Netajinagar) এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয়। পুলিশ জানতে পেরেছে আশুতোষ দাস (Ashutosh Das) নামের ওই প্রবীণ ব্যক্তির প্রচুর টাকা-পয়সা ও সম্পত্তি রয়েছে। সেই সংক্রান্ত কোনও ঘটনার কারণে এমন কাণ্ড কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত বৃদ্ধের ছেলেমেয়েরা বিদেশে থাকেন। তাঁর স্ত্রী বছর কয়েক আগে মারা যান। স্থানীয়রা জানাচ্ছেন গত শুক্রবার থেকে সাড়াশব্দ মেলেনি ওই ব্যক্তির। এদিন পরিচারিকা কাজ করতে এলে দুর্গন্ধ পাওয়া মাত্রই তাঁর সন্দেহ হয়। এরপর এলাকাবাসী পুলিশের খবর দিলে পুলিশ পৌঁছে গ্রাউন্ড ফ্লোর থেকে ‘কোটিপতি’ বৃদ্ধের দেহ উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীরা বলছেন, চারতলা বাড়িতে একা থাকতেন আশুতোষ (Ashutosh Das)। বয়স প্রায় বাহাত্তর। পাড়ায় কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। সারাক্ষণ নিজের বাড়িতেই থাকতে পছন্দ করতেন। কর্মসূত্রে তাঁর ছেলে দিল্লিতে আর মেয়ে অস্ট্রেলিয়ায় (Australia) থাকেন। নেতাজিনগর থানার পুলিশ সূত্রে খবর, বৃদ্ধ পেশায় ব্যবসায়ী ছিলেন। এখন কোনও কাজ করেন না তবে তিনি কোটি টাকার সম্পত্তির মালিক। সেই লোভেই কেউ বৃদ্ধকে খুন করেছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরের দরজা ভেঙ্গে সিঁড়ির মুখ থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করার পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–


