Thursday, August 21, 2025

কিডনি দাবি শ্বশুরবাড়ির! বিহারে বধূর অভিযোগে তাজ্জব পুলিশ

Date:

সুনীতা উইলিয়মস রেকর্ড সময় মহাকাশে কাটানোর পরে দেশে পণের মতো কুপ্রথার অবসান হয়নি। নগদ, দাবি আসবাব, গাড়ি, বাইক, গয়না, ইলেক্ট্রনিক গেজেট, বাড়ি, ফ্ল্যাটের তালিকায় এবারের সংযোজন কিডনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। স্বামীর জন্য এক বধূকে কিডনি (Kidney) দিতে বলল শ্বশুরবাড়ি। বিহারের (Bihar) মুজফ্‌ফরপুর জেলার ঘটনায় তাজ্জব পুলিশও (Police)।

পুলিশ (Police) সূত্রে খবর, দীপ্তি নামের এক তরুণী সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে কিডনি পণ চাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২১ সালে বিয়ের পর থেকেই দীপ্তির উপর বাপেরবাড়ি থেকে টাকা, গয়না ও মোটরবাইক আনার জন্য শ্বশুর-শাশুড়ি চাপ দিতে থাকেন। কিন্তু এবার অভিযোগ উঠেছে, স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ না করায় তাঁকে নিজের কিডনি দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। দীপ্তি জানান, এই অমানবিক দাবিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং শেষে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। তাঁর কথায়, “স্বামীর চিকিৎসার অজুহাতে আমাকে কিডনি দিতে বলা হয়। আমি তাতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।”
আরও খবরঅস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি! মৃত ৮, আহত একাধিক

অভিযোগের পর দু’পক্ষকে থানায় ডেকে পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে পুলিশ। তবে দীপ্তি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিবাহবিচ্ছেদ চান। কিন্তু স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই অবস্থায়, দীপ্তি থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version