Wednesday, August 20, 2025

আর জি কর রিপোর্টে অসন্তোষ নির্যাতিতার বাবা-মায়ের! কটাক্ষ শাসকদলের

Date:

ফের একবার অসন্তোষ নিয়ে প্রচারে আর জি করের নির্যাতিতার বাবা-মা। এবার চার্জশিট (chargesheet) নিয়ে মুখ খুলে সিবিআই-এর বিরুদ্ধে সরব তাঁরা। মঙ্গলবার সিবিআই (CBI) চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট পেশ করলে সেখানে নির্দিষ্ট নাম নেই কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। সেখানেই রাজ্যের শাসকদলের কটাক্ষ, এবার তাঁদের নিজেদের পছন্দমতো স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে।

চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে (status report) ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে কোনও তথ্য পেশ করেনি সিবিআই। একাধিক ধাপে যত সাক্ষ্য গ্রহণ হয়েছিল তার রিপোর্ট পেশ করা হয়। সেক্ষেত্রেও নতুন কোনও অপরাধীর নাম উঠে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে। তাতেই অসন্তুষ্ট নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় খুন-ধর্ষণে অপরাধী নয়। সেক্ষেত্রে কেন চার্জশিটে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নাম নেই।

সেখানেই নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সম্মান বজায় রেখে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সুপারিশ, আমার মনে হয় নির্যাতিতার বাবা-মা নিজেই একটা রিপোর্ট তৈরি করে বিচারপতিকে দিন যে এটা গ্রহণ করুন। নির্যাতিতারবাবা মা কলকাতা পুলিশ, সিআইডি-তে সন্তুষ্ট নন। নিজেরাই ডেকে আনলেন সিবিআই (CBI)। তাতে সন্তুষ্ট নন। আদালত গোটা বিষয়টা খতিয়ে দেখে যা যা করার করেছে। তাতে সন্তুষ্ট নন। সুপ্রিম কোর্টে সন্তুষ্ট নন।

গোটা আর জি কর মামলায় বারবার রাজনীতিকদের ইন্ধন প্রকাশ্যে এসেছে। নির্যাতিতার পরিবার এখনও সেই রাজনীতির দ্বারাই প্রভাবিত বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। কুণাল ঘোষ বলেন, নির্যাতিতার বাবা-মা যাদের বুদ্ধিতে চলেন, সেই দু চারটি রাম-বাম, দু চারটে নকশাল তাদের দিয়ে রিপোর্ট (report) তৈরি করুন। আমরা এই রিপোর্ট হলে খুশি। সেটা আদালতের ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না।

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version