কষ্ট করে উপার্জনের টাকা জালিয়াতি হয়ে যাওয়ায় ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। বন্ধুত্বের টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ নায়িকা ও তাঁর স্বামী কুণাল বর্মার (Kunal Barma)। সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, “অনেক টাকা জালিয়াতি হয়েছে আমার। অনেক কষ্টের উপার্জনের টাকা। জানি না কীভাবে আবার সবকিছু আগের মতো হবে। আমাদের আগামী কাজগুলিতে আমাদের পাশে থাকুন। যাতে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি।”

একসময় বাংলা বাণিজ্যিক ছবিতে চুটিয়ে কাজ করার পর মুম্বইতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়ে পড়েন। তারপর সন্তান কৃশিবের জন্মের পর কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন। তারপর ফের বিনোদন দুনিয়ায় ফিরেছেন স্বমহিমায়। এবার আর্থিক জালিয়াতির কথা সকলের সঙ্গে শেয়ার করলেন নায়িকা। তাঁরা জানিয়েছেন, বিগত ২-৩ মাস ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এরপরে কী করবেন কোনও কিছু সম্পর্কেই তাঁদের কোনও ধারণা নেই। যদিও অভিযুক্ত ব্যক্তির নাম ও খোওয়া যাওয়া টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি তাঁরা।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–
–
–