Tuesday, November 4, 2025

রাজ্যের বিরোধী দলনেতা প্রতিদিন যাদের পাশে নিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন, ছবি তোলার নাটক করেন, তিনি জানেনই না তাদের মধ্যে কতজন বিজেপি থেকে ওয়াক আউট করার মতো অবস্থায় আছেন। এভাবেই সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

বুধবার বিজেপি ও বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, বিধানসভায় বিজেপির আর বলার কিছু নেই। একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। তারা বাংলার টাকা দিচ্ছে না। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের ঢালাও উন্নয়ন করছেন। ফলে মাঝখানে ঝুলে রয়েছে বিজেপির এই পরিষদীয় দল। তাদের বলার কিছু নেই। একে তো তারা সভার ভিতরে কিছু বলতে পারে না, তাই বাইরে এসে এসব নাটক করে, ছবি তোলে। ভিতরে তাদের বলার কিছু নেই। তথ্য, পরিসংখ্যান সবই তাদের বিরুদ্ধে। তারা বাংলার বন্ধু নয়, শত্রু। বাংলাকে অপমান করে। বিজেপি এখনও জানে না এদের কতজন তাদের সঙ্গে আছেন। ৭৭ জন জিতেছিল, এখন কমে ৬০ থেকে ৬২ জন। তাদের মধ্যে অনেকেই বিজেপি থেকে ওয়াক আউট করবে, সেটা কি বিরোধী দলনেতা জানেন। এদিক থেকে দিনক্ষণ, তারিখ পেলেই দেখবেন তাঁরাও বিজেপি থেকে ওয়াক আউট করেছেন। এঁরাও সবাই তার সঙ্গে নেই।

একই সঙ্গে এদিন দিঘার জগন্নাথধাম নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করেন কুণাল। বলেন, বিরোধী দলনেতা নিজেকে একজন সনাতনী হিন্দু বলে দাবি করেন, অথচ বাড়ি থেকে মাত্র ৩০ কিমি দূরে গিয়ে প্রণাম করে আসতে পারেন না। উল্টে জগন্নাথধাম নিয়ে কুৎসা করে বেড়ান। অথচ মন্দির তৈরির সময় মুখ্যমন্ত্রীর পাশে তিনিই ছিলেন।

আরও পড়ুন – নদীভাঙন রোধে নীরবতা! কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ মন্ত্রী মানস ভুঁইয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version