নির্ধারিত সময়েই খুলবে স্নাতকের অনলাইন ভর্তি পোর্টাল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার আবহেও থামবে না রাজ্যের উচ্চশিক্ষার চাকা। নির্ধারিত সময়েই খুলবে স্নাতক স্তরের অনলাইন ভর্তি পোর্টাল, বুধবার সাহিত্য অ্যাকাডেমির অনুষ্ঠানে এমনটাই জানিয়ে পড়ুয়াদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মন্ত্রী বলেন, “অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করছে। কেউ কেউ রাজ্যকে বিপদে ফেলতে চাইছে। কিন্তু আমরা বারবার আইনি লড়াইয়ে জিতেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সত্যের পক্ষে সওয়াল করেছি। তাই এই ষড়যন্ত্রে কোনও লাভ হবে না। ভর্তি পোর্টাল ঠিক সময়েই খুলবে।”

তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। গত বছর ১৯ জুন পোর্টাল খোলা হয়েছিল। এবারও সম্ভবত তার আগেই তা খুলে যাবে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে যে, বহু পড়ুয়া হয়তো ভিন রাজ্যের কলেজে ভর্তি হয়ে পড়বে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গতবারও জয়েন্টের রেজাল্টের পরে অনেকেই রাজ্যের কলেজে ভর্তি হয়েছেন। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।” রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তা, কোনও চক্রান্তেই থামবে না শিক্ষার গতি। নির্ধারিত নিয়ম মেনেই হবে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া।

আরও পড়ুন – দিঘায় প্রথম রথযাত্রা উপলক্ষে নবান্নে জরুরি বৈঠক বৃহস্পতিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

মুক্তি পাওয়ার পরেই বাজিমাত 'মৃগয়া : দ্যা হান্টে'র (Mrigaya: The Hunt)। মাত্র ৪৮ ঘন্টা পেরিয়েছে তার মধ্যেই সর্বভারতীয়...

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...