Wednesday, November 12, 2025

ওবিসি তালিকা নিয়ে বিজেপির ‘মিথ্যাচার’ ফাঁস তৃণমূলের! শুভেন্দুকে কটাক্ষ কুণালের

Date:

রাজ্যের নতুন ওবিসি তালিকা প্রকাশ ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা। এবার বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ও তার বাইরে বিজেপির তরফে লাগাতার মিথ্যাচার এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন ওবিসি তালিকা কোনও ধর্মীয় বিবেচনার ভিত্তিতে নয়, বরং বাস্তবিক আর্থসামাজিক পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। নতুন তালিকায় মোট ১৪০টি গোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ৮০টি মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং ৬০টি অ-মুসলিম। শতাংশের হিসেবে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ৫৭.১৪%। এই তথ্য সামনে এনে শুভেন্দু অধিকারীর অপপ্রচারকে কটাক্ষ করেছে শাসকদল।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণ করে রাজ্যে হিংসা ও বিভাজন তৈরির ছক কষছে বিজেপি। সেই ষড়যন্ত্রের মূল মুখ শুভেন্দু অধিকারী, যাঁকে দলবদলু ও ‘গদ্দার’ বলেই উল্লেখ করছে তৃণমূল। দলের বক্তব্য, বিরোধিতার নামে তিনি কুৎসা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে শুভেন্দুর শেয়ার করা বিভ্রান্তিকর পোস্টের পাল্টা জবাব দেন। তিনি লেখেন, “উনি ওবিসি মানে জানেন না। ওবিসি অর্থ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি। এই তকমা দেওয়ার সময় ধর্ম নয়, সমাজের বাস্তব অবস্থা বিচার্য।”

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় ওবিসি তালিকা নিয়ে সমস্তরকম ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আমরা ওবিসি শ্রেণিকে উন্নয়নের সুযোগ দিতে চাই, ধর্ম দেখে নয়—উন্নয়নের প্রয়োজনে।” রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে বিজেপির মিথ্যাচার ও ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাংলার মানুষ এই অপচেষ্টা রুখে দেবে এবং বাস্তবের ভিত্তিতেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন – সঠিক তথ্য যাচাইয়ের জন্যই পোর্টালে দেরিতে আপলোড, কোভিড নিয়ে জানাল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version