Thursday, August 28, 2025

ওবিসি তালিকা নিয়ে বিজেপির ‘মিথ্যাচার’ ফাঁস তৃণমূলের! শুভেন্দুকে কটাক্ষ কুণালের

Date:

রাজ্যের নতুন ওবিসি তালিকা প্রকাশ ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা। এবার বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ও তার বাইরে বিজেপির তরফে লাগাতার মিথ্যাচার এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন ওবিসি তালিকা কোনও ধর্মীয় বিবেচনার ভিত্তিতে নয়, বরং বাস্তবিক আর্থসামাজিক পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। নতুন তালিকায় মোট ১৪০টি গোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ৮০টি মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং ৬০টি অ-মুসলিম। শতাংশের হিসেবে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ৫৭.১৪%। এই তথ্য সামনে এনে শুভেন্দু অধিকারীর অপপ্রচারকে কটাক্ষ করেছে শাসকদল।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণ করে রাজ্যে হিংসা ও বিভাজন তৈরির ছক কষছে বিজেপি। সেই ষড়যন্ত্রের মূল মুখ শুভেন্দু অধিকারী, যাঁকে দলবদলু ও ‘গদ্দার’ বলেই উল্লেখ করছে তৃণমূল। দলের বক্তব্য, বিরোধিতার নামে তিনি কুৎসা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে শুভেন্দুর শেয়ার করা বিভ্রান্তিকর পোস্টের পাল্টা জবাব দেন। তিনি লেখেন, “উনি ওবিসি মানে জানেন না। ওবিসি অর্থ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি। এই তকমা দেওয়ার সময় ধর্ম নয়, সমাজের বাস্তব অবস্থা বিচার্য।”

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় ওবিসি তালিকা নিয়ে সমস্তরকম ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আমরা ওবিসি শ্রেণিকে উন্নয়নের সুযোগ দিতে চাই, ধর্ম দেখে নয়—উন্নয়নের প্রয়োজনে।” রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে বিজেপির মিথ্যাচার ও ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাংলার মানুষ এই অপচেষ্টা রুখে দেবে এবং বাস্তবের ভিত্তিতেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন – সঠিক তথ্য যাচাইয়ের জন্যই পোর্টালে দেরিতে আপলোড, কোভিড নিয়ে জানাল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version