হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (Sunjay Kapoor)। পোলো খেলতে খেলতে আচমকা সব শেষ হয়ে যাওয়ার পর থেকেই মৃত্যুর নেপথ্য কারণ (reason behind karisma kapoors ex husbands death) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এবার সেই প্রসঙ্গেই উঠে এল মৌমাছির কথা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে, সঞ্জয়ের মৃত্যুর জন্য নাকি দায়ী এক মৌমাছি!

প্রয়াত সঞ্জয় কাপুরের ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে পোলো খেলার সময়ই হঠাৎই সঞ্জয়ের মুখে ঢুকে যায় একটি মৌমাছি। তিনি তা গিলে ফেলেন। এরপরই শরীরে শুরু হয় বিষক্রিয়া। গলার ভিতরে কামড় দেয় মৌমাছি। দ্রুত অভিনেত্রীর প্রাক্তন স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের কথায়, বিষক্রিয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। শেষরক্ষা হয়নি। ২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। তাঁদের দুই সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন ‘জুবেইদা’ অভিনেত্রী। বিয়ের পর থেকেই সঞ্জয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠতে থাকে। তবু ভালোবেসে স্বামীর ঘর করতে চেয়েছিলেন নায়িকা। কিন্তু ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয়। প্রাথমিকভাবে সম্পর্কে তিক্ততা তৈরি হলেও পরবর্তীতে তা মিটে যায়। সঞ্জয় ছিলেন সোনা কমস্টারের চেয়ারম্যান। গাড়ির যন্ত্রাংশের ব্যবসা ছিল তাঁর। বিশ্বের অন্যতম ধনুকুবেরদের তালিকায় তিনি রয়েছেন ২৭০৩ নম্বরে। খুব স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুর পর সন্তান হিসেবে সামাইরা ও কিয়ান কত সম্পত্তি পেতে চলেছেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

করিশ্মার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর অবশ্য জনপ্রিয় মডেল প্রিয় সাচদেবকে বিয়ে করেছিলেন সঞ্জয়। দ্বিতীয় পক্ষেরও দুই সন্তান রয়েছে। আবার তৃতীয় স্ত্রীর আগের পক্ষে সন্তানকেও দত্তক নিয়েছিলেন। অর্থাৎ সঞ্জয় কাপুর ছিলেন চার সন্তানের বাবা। জানা যায়, কাপুর পরিবারে জ্যেষ্ঠ কন্যাকে ডিভোর্স দেওয়ার পর সামাইরা ও কিয়ানের জন্য ১৪ কোটির বন্ড কিনে রেখেছিলেন তিনি। এমনকি নিজের পৈতৃক বাড়িও অভিনেত্রীর নামে করে দিয়েছিলেন। ফলে সেই সম্পত্তির মালিক করিশ্মা। যদিও সঞ্জয়ের বাকি টাকা-পয়সা কে পাবেন তা এখনও প্রকাশ্যে আসেনি।

–

–

–

–

–
–

–

–
–
–
–
–
–
–