Thursday, November 6, 2025

শোকজ্ঞাপন ভারতীয় ক্রিকেটারদের, লর্ডসে কালো আর্মব্যান্ডে নামলেন গিল-রা

Date:

আহমেদাবাদে(Ahmedabad) মর্মান্তিক দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায়(Plane Crash) প্রাণ হারিয়েছেন প্রায় ২৯৬ জন। তাদের উদ্দেশ্যেই লর্ডস থেকে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন ভারতীয় ক্রিকেট দলের(India Cricket Team)। এক মিনিট নিরাবতা পালন করলেন(Minutes Of Silence) ভারতীয় দলের ক্রিকেটাররা। সেইসঙ্গে এই প্রস্তুতি ম্যাচে কালো আর্মব্যান্ড(Black Armband) পরেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকে ভারতীয়-এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারতীয় দল।

গত বৃহস্পতিবার অর্থাৎ ১২ জুন, ভারতের কাছে একটা কালো দিন। আহমেদাবাদ(Ahmedabad) থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু গন্তব্যে আর পৌঁছনো হয়নি। টেকঅফ করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেই বিমানটি। চারিদিক তখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এক লহমায় সব শেষ। বিমানের মধ্যে একজন যাত্রীকে বাদ দিয়ে সকলেই মারা গিয়েছেন।

আহমেদাবাদের সেই চত্বর ঘিরে তখন হৈহৈ এবং শুধুই আর্তনাদ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল উদ্ধারকার্য। কিন্তু এই ঘটনায় গোটা ভারতবর্ষ তখন শোকস্তব্ধ। শোকের ছায়া নেমে এসেছিল রাজনীতি থেকে ক্রীড়া জগতে। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়াতে শোকজ্ঞাপন করেছিলেন ভারতীয় ক্রিকেটার থেকে অন্যান্য ক্রীড়াবিদরা। ভারতীয় ক্রিকেট দল(India Cricket Team) এখন দেশের বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার প্রস্তুতি সারছে তারা।

দেশের মাটিতে এমন একটা ঘটনায় মন ভালো নেই তাদেরও। বহু দূরে রয়েছে। সেখান থেকেই মৃতদের প্রতি শেষ শ্রদ্ধার্ঘ জানালো ভারতীয় দলের ক্রিকেটাররা। শুভমন গিল, জসপ্রীত বুমরাহ সহ ভারতীয় ক্রিকেটাররা এদিন নামলেন কালো আর্মব্যান্ড পরে। ভারতীয়-এ দলের ক্রিকেটারদের হাতেও কালো আর্মব্যান্ড। এরপর ঐতিহ্যের লর্ডসে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন সকলের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে বিসিসিআই।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version