Monday, August 25, 2025

বন্ধ দড়জার(Closed Door) আড়ালেই এবার ভারতের(India Team) প্রস্তুতি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২০ জুন পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নামবে ভারতীয় দল(India Team)। তার আগে নিজেদের মধ্যে ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতিতে(Intra Squad Practice Match) নামবে ভারত। কিন্তু সেই ম্যাচে কারোর প্রবেশাধিকার নেই। এই প্রস্তুতি ম্যাচেই নিজেদের শক্তি থেকে দুর্বলতা দেখে নিতে চান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আর সেই কারণেই এবার মাঠের দড়জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ব্যাটিং লাইনআপ থেকে বোলিং কম্বিনেশন দেখে নিতে চাইছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সেই কারণেই অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট(India Team Management)। মিডিয়া তো বটেই, এমনকী ব্রডকাস্টার সংস্থারও কারোর প্রবেশের অনুমতি নেই। প্রথমে শোনা যাচ্ছিল এই প্রস্তুতি ম্যাচ নাকি সরাসরি সম্প্রচার হতে পারে। কিন্তু সেই সম্ভাবনাও এখন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

বিসিসিআইয়ের(BCCI) তরফে জানানো হয়েছে এই ম্যাচ হবে সম্পূর্ণ রুদ্ধদ্বার। সেখানেই ভারতীয়-এ(India-A) দলের বিরুদ্ধে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এটাই ভারতীয় দলের কাছে শেষ পরীক্ষা করার সুযোগ সেখানেই নিজেদের সমস্ত জায়গাটা দেখে নিতে চাইছেন গৌতম গম্ভীর।

বিশেষ করে রোহিত, বিরাটের পর ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ সাজানো নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা চলছে। সেই জায়গা গুলোই এখানে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী সেই সমাধান সূত্র গুলো বেড়িয়ে আসে কিনা সেটাই দেখার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version