শুক্রবারের সকালে ইজরায়েলের হামলায় (Israel strikes Iran military and nuclear base) কেঁপে উঠল তেহরান। সামরিক ঘাঁটিসহ সংলগ্ন এলাকাতে একের পর এক আক্রমণ তেল আভিভের। ইরানের পাল্টা প্রত্যাঘাতে আশঙ্কায় জরুরি অবস্থা জারি নেতানিয়াহুর দেশে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারির পরদিনই বড়সড় হামলা চালাল তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে শুক্রবার সকাল থেকে ইজরায়েলের সেনা হামলা চালাতে শুরু করে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই ‘অপারেশন রাইজিং লায়ন’ বলে জানিয়েছে তেল আভিভ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন (নেতানিয়াহু Benjamin Netanyahu) বলেন, তেহরানের তরফ থেকে লাগাতার পরমাণু হামলার আশঙ্কা করা হচ্ছে। সেটা যতদিন পর্যন্ত না নির্মূল করা যায় ততদিন এই হামলা চলবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–