বারবার বেফাঁস মন্তব্য। শোকজ করেও কাজ হয়নি। এবার ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) চূড়ান্ত হুঁশিয়ারি দিল শৃঙ্খলারক্ষা কমিটি। আগের শোকজ ও সতর্কবার্তা দিয়েও কাজ না হওয়ায় এবার হাতে ধরিয়ে দেওয়া হল কড়া ভাষায় লেখা চিঠি। দলীয় সূত্রের খবর, চিঠিতে স্পষ্ট লেখা- “লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং“।
গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। জনসমক্ষে ও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে দল। পরিস্থিতি সামাল দিতেই নড়েচড়ে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে (Humayun Kabir) নিজের ঘরে ডেকে পাঠান কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বৈঠকেই তাঁকে চূড়ান্ত সতর্কবার্তার চিঠি দেওয়া হয়। এই বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগেও ওঁকে সতর্ক করা হয়েছিল। তার পরেও ও যে ধরনের মন্তব্য করেছিলেন, সেটা ঠিক নয়। ব্যক্তিগত ভাবেও তাঁকে সতর্ক করেছিলেন শোভনদেব। কিন্তু তার পরেও বিতর্কিত মন্তব্য করে চলেছেন হুমায়ুন।
আগে শোকজ করে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল হুমায়ুনকে। তিনি হাজিরাও দেন। কিন্তু তার পরেও আচরণে পরিবর্তন না আসায় এবার কড়া পদক্ষেপ। এবারও দলের নির্দেশ অমান্য হলে বিধায়ক পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে নেতৃত্ব- ইঙ্গিত তৃণমূল সূত্রে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–