Friday, December 5, 2025

তৃণমূল কর্মী-সমর্থকদের অতি বাড়াবাড়ি! সিভিক ভলেন্টিয়ারকে কান ধরে ওঠবোস, ক্লোজ পেঁড়ো থানার ওসি

Date:

Share post:

সিভিক ভলেন্টিয়ারকে (Civic Volunteer) কানধরে ওঠবোস করানোর অভিযোগ। এই ঘটনায় শনিবার উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার OC-কে তন্ময় কর্মকারকে ক্লোজ করা হল। সিভিককে কানধরে ওঠবোস করানোর মতো ঘটনা ওসি জানতেন না? জানলেও কেন পদক্ষেপ নেননি? ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

১১ জুন নাকি মুখ্যমন্ত্রীর নামে গালিগালাজ করেন পেঁড়ো থানার সিভিক ভলান্টিয়ার। এর পরেই তাঁর কোমরে দড়ি বেঁধে কান ধরে ওঠবোস করান স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। ১৩ তারিখ সেই ঘটনার ভিডিও সামনে আসে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। কয়েকজন কর্মী-সমর্থকের অতি বাড়াবাড়িতে অস্বস্তিতে পড়ে দল।

যদিও বসন্তপুর অঞ্চল তৃণমূলের সভাপতি হাসান সামিউল্লাহ জানিয়েছেন, রাজনীতি জড়িয়ে লাভ নেই। এই ঘটনার সময় স্থানীয় তৃণমূল কার্যালয়ে কেউ ছিল না। তাঁর দাবি, ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও ছিল। সেই কারণেই মারধর করেছে। তিনি আরও জানান, “যদি ওই সিভিক ভলান্টিয়ার বিজেপি নেতার নাম বলে, তাহলে ওই বিজেপি নেতারও শাস্তি হওয়া উচিত।”

শুক্রবারই বিজেপি নেতা রাজু গায়েন ও লালু ওরফে অভিজিৎ চক্রবর্তীকে প্রথমে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে। লালু বিজেপির উদয়নারায়ণপুর ৫ নম্বর মণ্ডলের সভাপতি। তাঁর দাবি, “আমি শুনেছি ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করছিল।  তখন কয়েকজন ওকে ধরে নিয়ে গিয়ে মারধর করে, আমার নাম বলিয়ে নেয়। যেন আমিই ওকে বলতে বলেছি। আমাকে হেনস্থা করতেই এই কাজ করানো হয়েছে।“

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ওই সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ ওঠায় তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...