Monday, August 25, 2025

২৪ ঘন্টাও কাটতে পারল না। পারমাণবিক গবেষণাগারে হামলা চালানোর বদলা নেওয়া শুরু করে দিল ইরান (Iran)। শুক্রবার রাতেই ইজরায়েলের (Israel) রাজধানী টেল আভিভে একের পর এক আছড়ে পড়ল ইরানীয় মিসাইল। যদিও পাল্টা ইজরায়েল নাগরিকদের আশ্বস্ত করে জানালো, খুব বেশি দূরে পালাতে হবে না।

পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, অভিযোগ তুলে ইরানের পরমাণু গবেষণাগারে যে হামলা চালিয়েছিল ইজরায়েল তা যে মধ্য এশিয়ায় নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, তা স্পষ্ট করে দিয়েছিল ইরান। ঘোষণা করা হয়েছিল – যুদ্ধ অনিবার্য বলেই। শুক্রবার রাত হতেই তা স্পষ্ট করে দিল ইরান। ইরানের সেনাবাহিনীর আধিকারিকদের দাবি বিরোধী শক্তির উপর প্রহার জারি থাকবে। বিরোধী শক্তি সামনে অন্ধকার রাত শুধু দেখতে পাবে।

শত্রুপক্ষের মিসাইল হামলায় ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম (ADS) আয়রন ডোম এতদিন পৃথিবীতে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তবে ইরানের (Iran) বিরাট ও শক্তিশালী মিসাইলের সঙ্গে পাল্লা দিতে পারেনি ইজরায়েলের (Israel) এয়ার ডিফেন্স সিস্টেম (ADS)। যার ফলে বসতি এলাকায় ইরানের মিসাইল পড়ায় ৭ জন আহত হয়েছে বলে জানায় টেল আভিভ (Tel Aviv) শহর কর্তৃপক্ষ।

ইসরাইলের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। যদিও জানানো হয় তাদের এই আত্মগোপন বেশি সময়ের নয়। এমনকি জনবসতি এলাকায় মিসাইল হামলা চালানোর ফল ভুগতে হবে ইরানকে, আরো একবার হুমকি নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকারের।

অন্যদিকে ইজরায়েল-ইরান সংঘর্ষের প্রথম থেকেই গুরুত্ব পেয়েছে আমেরিকা। ইজরায়েল হামলা চালাতেই ট্রাম্প দাবি করেন পারমাণবিক গবেষণাকারে হামলা চালাতে ইজরায়েলকে তিনি বারণ করেছিলেন। সেই সঙ্গে দাবি করেছেন, ইরানকে অনেকদিন আগেই তিনি থামতে বলেছিলেন। তার ফল এবার ইরানকে ভুগতে হবে। কার্যত স্পষ্ট ছিল আমেরিকা রয়েছে ইজরায়েলের পাশেই। ইরানের হামলা শুরু হতে তা আরও একবার স্পষ্ট করে দিল আমেরিকা। ইজরেলীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালালো মার্কিন সামরিক বাহিনী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version