Wednesday, August 20, 2025

সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি হারিয়েছেন এসএসসি শিক্ষকরা (SSC teachers), তা ফিরে পেতে রাজ্যের সরকার সব রকমভাবে সুপ্রিম নির্দেশকে মেনেই পাশে দাঁড়িয়েছে শিক্ষকদের। তবে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতেই বেঁকে বসেছেন চাকরিহারারা। শীর্ষ আদালতের নির্দেশ না মেনে পরীক্ষা না দিয়ে চাকরি বহাল রাখার চেষ্টায় দ্বারস্থ হচ্ছেন সব ধরনের শীর্ষ স্থানের মানুষের। এবার তাঁরা দ্বারস্থ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। শুক্রবার বিধানসভায় পৌঁছন ‘যোগ্য চাকরিপ্রার্থীদের অধিকার মঞ্চ’-এর প্রতিনিধি দল। ছিলেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায়।

আগেই স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন অনশনকারীরা। সেই আবেদন অনুযায়ী এদিন দুপুরে তাঁদের সঙ্গে দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি আদালতের বিচারাধীন হলেও সরকারের তরফে আইন মেনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

চাকরিহারা শিক্ষকদের দাবি, যাঁরা প্রকৃতপক্ষে যোগ্য, তাঁদের ওএমআর শিট ও শংসাপত্রের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক যাতে কারা অযোগ্য, তা আদালতের কাছে পরিষ্কার হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করার পাশাপাশি সেই সময়সীমা পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় শূন্যপদে নতুন নিয়োগের ব্যবস্থার দাবি উঠেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version