২১ জুলাইয়ের প্রস্তুতি কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল (TMC)। শনিবার, দুপুরে একদিকে যেমন চলছে প্রস্তুতি বৈঠক, অন্যদিকে দলের স্যোশাল মিডিয়া (Social Media) পেজগুলির কভার ফোটো ও ডিপি বদলে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওযার আহ্বান। অনেকের অনুমান, এই পোস্টারটিই শহিদ দিবসের পোস্টার ও ব্যানার হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে ভবানীপুরে ২১ জুলাই নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। ইতিমধ্যেই সেখানে একে একে পৌঁছেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অরূপ রায়, অনুব্রত মণ্ডল-সহ অন্যান্যরা। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও কোর কমিটির সদস্যরাও যোগ দিচ্ছেন বৈঠকে। ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা ও মন্ত্রীকেও।

পাশাপাশি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) ফেসবুক পেজের কভার পিকচার ও ডিপি বদলে দেওযা হয়েছে। একই সঙ্গে বদলে গিয়েছে টুইটারের কভার ফোটোও। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সঙ্গে তৃণমূলের লোগো লাগানো পতাকা। পাশে ‘ধর্মতলা চলো’র ডাক। তৃণমূল যুব কংগ্রেসের তরফেও নতুন ছবি পোস্ট করা হয়েছে।
আরও খবর: অভিনেতা সৌরভকে একবছর আগেই সরানো হয়েছে: জানাল তৃণমূল

–

–

–

–

–

–

–

–
–
–
–