Thursday, August 21, 2025
উৎপল সিনহা

তখন ধূ-ধূ রাত
ছিটে বেড়ার ঘরের পাশে
সাপের হিসের শব্দ ।
বোনের ঘরে গিয়েছিলাম ।
বোনের ঘর ফাঁকা ।

দিদির ঘরে গিয়েছিলাম ।
দিদির ঘর ফাঁকা ।
বাপের ঘরে ঢুকেই দেখি ,
প্যারালিটিক দুহাতে তাঁর
আঁজলা ভরা টাকা !

এরপর আর স্তব্ধতার গান কানে আসে ? এ কোন দেশ? কোন পৃথিবী ? কপালে করাঘাতে কী লাভ ? বিহিত কোথায় ? কোন পথে ? নিষ্ফল ক্রোধের ব্যর্থ আস্ফালনের আর্তনাদ গুম গুম করে বাতাসে বাতাসে । মানবতার এমনতর অবমাননাই কি জন্ম দেয় গেরিলা ক্রোধের ? চৈতন্য না হোক , খানিক লজ্জা তো হোক আমাদের !

মেয়ে মানুষের মাংস এমনিতেই খেতে খুব স্বাদু , আর যদি দিশি মদে ভিজিয়ে ভিজিয়ে হায় হায় ভাবাই যায় না …আবার দেখুন , বনে যাওয়া বারণ । শুধু কি তাই ? বনের কালকেউটে দংশন করে নির্জনে ।

তুই কি আমার বোন ?
তুই কি আমার মা ?
মুখে নখের আঁচড় কেন —
উদলা কেন গা ?

কেন কেন কেন ? উওর দাও।
মুখ খোলো সমকাল । চুপ ছিল চিরকাল । তাই বুঝি তুমিও বোবা কালা ? গাঁ থেকে চাষার ঝিয়ারি ফুটপাতে পাল পাল থাকলেও জানে না তারা কোথায় কার পাশে শুলে হাত ভরে মেলে চাল ।

উনুনে হাঁড়ি চড়াতে মেয়েকে ফাঁকা মাঠে বসিয়ে বাপ দূরে বসে দাঁতে ঘাস কাটে , অথচ দরের ব্যাপারে টনটনে । আহা বাপ । আহা মেয়ে । আহা নৃশংস পেট । এদেশে সেই কবে থেকে ছিনাল বাতাস বহে যায় শনশন , তা শুধু জানে কবি ।

শ্যামের বিধবা বোনের সাথে পার্কে যায় মা । কেন যায় ? বলো সমকাল , কেন যায় ? আর দরজা ভেজিয়ে মেয়ে পথে নামলে কিন্তু পার্কে গমনরতা সেই মায়েরই মন ছ্যাঁৎ করে ওঠে । ডুকরে ওঠা মুখ থেকে বেরিয়ে আসে ছিনাল বাতাসের সাবধানবাণী ! হায় মা । হায় মেয়ে । হায় মহামানবদের ভারতবর্ষ ।

সমকালের অন্যতম স্বর কবি অমিতাভ দাশগুপ্ত জানেন মনখারাপ বাতাসের মিহি কণ্ঠের আর্জি । সে একেবারে ফিসফিসিয়ে বলে তার ভালো না থাকার কথা । তবে যখনই ভালো থাকা আর ভালবাসার কথা তাকে বলতে যান কবি , ঠিক তখনই সেই বাতাস কিন্তু

‘ হাওয়া ‘ ! এ বড়ো আজব কুদরতি । কবির একমুঠো ঘরে এক চিলতে আলো এসে মাঝেমধ্যে ভালোবেসে যায় তবু । ভালোবেসে বলে যায়

‘ নারীমেধ ‘ লেখো কবি ,’ নারীমেধ ‘ । মা , বোন , দিদি , মেয়ে আর প্রেয়সীর ক্লিষ্ট মুখগুলো ভেসে ওঠে সার সার । কেঁপে ওঠেন কবি। আঙুল রাখেন কলম-ট্রিগারে । শতাব্দীর পর শতাব্দী বোবা হয়ে থাকেন মহাপৃথিবীর অগণিত বিদ্বজ্জন , রাষ্ট্রনায়কবৃন্দ । নারীমেধ চলতেই থাকে । দ্রৌপদীর শ্লীলতাহানি থামে না , অসহ্য । কলম থেকে ছিটকে বেরোয় অজস্র তপ্ত শব্দশিশা ।

আর দেশপ্রেমের এলেম ? কবি বলছেন , নারীমেধের মরশুমে ছয় মাসে ছ-ডজন নারীকে কিডন্যাপ করে চাকুম-চুকুম ঢাউস ঢেকুর তুলে ‘ ক্যায়সা খুশি কি রাত ‘ … গেয়ে নেচে চলে যায় এলেমদার ঘোর দেশপ্রেম !

পুতের মতো ভায়ের মতো
পাঁচটি সোনার ছা
আশ মিটিয়ে মাস খেয়েছে
উদলা করে গা ।

এসব না হলে ভুখা পেটে ভাত জোটে কীভাবে এ পোড়া দেশে ? কীভাবে হাঁড়ি চড়ে উনুনে রমনীয় কমনীয় শরীর না বেচে ? নীরবে অশ্রু মুছে বাপের ভায়ের পোয়ের অন্ন রাঁধে শ্রীমতি অর্ধেক আকাশ ! কবি বলেন , রাবনবধের তলোয়ারে পড়েছে বহুকালের মর্চে । তবে অনেক প্রায়শ্চিত্তের পর সেই মর্চে নাকি ঝরছে , একটু ঝরছে ! ঝরছে কিনা জানা নেই , তবে আশা ছেড়ে দিয়ে একেবারে নিশ্চেষ্ট হয়ে ঘরে বসে থাকলেই কি বন্ধ হবে নারীমেধ ? তা কখনও হয় ?

আরও পড়ুন – কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ল কপ্টার! বড় দুর্ঘটনা উত্তরাখন্ডে

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version