Thursday, August 21, 2025

সেলুলাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নির্মলকুমার! কেমন আছেন অভিনেতা? 

Date:

প্রবীণ অভিনেতা নির্মলকুমার চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন শহরের এক নামী বেসরকারি হাসপাতালে। বয়স ৯৭ ছুঁইছুঁই। তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের মধ্যে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার কন্যা, মিমি ভট্টাচার্য জানান, তাঁর বাবার পায়ে সেলুলাইটিস ধরা পড়ে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে। জ্বর আসে। তাই আর দেরি না করে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয়। “আজ সকালেও বাবাকে দেখে এলাম। আগের থেকে একটু ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে,” বলেন মিমি।

শুধু এক জন জনপ্রিয় অভিনেতা নয়, নির্মলকুমার পরিচিত কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী হিসেবেও। দম্পতির দুই কন্যার মধ্যে ছোট মেয়ে ঝুমি বিদেশে থাকেন। ফলে সব দায়িত্ব এসে পড়েছে মিমির কাঁধে। তিনি বলেন, “বোন বাইরে থাকার জন্য আমাকে একাই সব দেখতে হচ্ছে। তবে আশা করছি বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

চিকিৎসকদের মতে, সেলুলাইটিস একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ, যা সাধারণত স্ট্রেপ্টোকোকাস বা স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়ার কারণে হয়। শরীরের যেকোনও জায়গায় এই সংক্রমণ হতে পারে, তবে পায়ে বেশি দেখা যায়। লক্ষণগুলির মধ্যে রয়েছে পা ফোলা, লালচে ভাব, ব্যথা, জ্বর এবং জটিল ক্ষেত্রে গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে। তবে সময়মতো চিকিৎসা হলে এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এই মুহূর্তে নির্মলকুমারকে ঘিরে উৎকণ্ঠায় তাঁর সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। সকলের একটাই প্রার্থনা—চলচ্চিত্র জগতের এই বর্ষীয়ান অভিনেতা শিগগির সুস্থ হয়ে উঠুন ও বাড়ি ফিরুন।

আরও পড়ুন – পাহাড়ে উচ্চশিক্ষার নয়া দিগন্ত! কার্শিয়ঙে প্রস্তুত প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস, শীঘ্রই শুরু ক্লাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version