Sunday, August 24, 2025

ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

Date:

ভোটের মুখে মুর্শিদাবাদের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে বারাকপুর থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের সুতিতে। সোমবার রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে গত কয়েক মাসে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে, বিশেষ করে ভোটের আগে যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এই ব্যাটেলিয়ন স্থানান্তরের সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরণ মডেল স্কুলে ব্যাটেলিয়নের অস্থায়ী বেস তৈরি হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হয়েছে বাহিনীর গাড়ি, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সরঞ্জাম। তবে আধিকারিক ও তাঁদের পরিবার এখনই বারাকপুর ছাড়ছেন না। পর্যাপ্ত আবাসন এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বারাকপুরেই থাকবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন ৮ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর ছিল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ব্যাটেলিয়নের স্থানান্তরের ফলে ওই জায়গা আপাতত খালি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে ৮ নম্বর ব্যাটেলিয়নের জন্য কমান্ডান্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট।

প্রশাসনিক সূত্রের দাবি, শুধু নিরাপত্তাই নয়, গোটা এলাকার উপর নজরদারি বাড়াতেও এই কৌশল কাজে লাগবে। স্থানীয় স্তরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে এর পিছনে নির্বাচনী প্রস্তুতির কৌশলগত দিকটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

আরও পড়ুন – বিধানসভায় এসি বিভ্রাটে হাঁসফাঁস পরিস্থিতি! দরজা খুলে চলল অধিবেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version