Thursday, November 6, 2025

ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

Date:

ভোটের মুখে মুর্শিদাবাদের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে বারাকপুর থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের সুতিতে। সোমবার রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে গত কয়েক মাসে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে, বিশেষ করে ভোটের আগে যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এই ব্যাটেলিয়ন স্থানান্তরের সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরণ মডেল স্কুলে ব্যাটেলিয়নের অস্থায়ী বেস তৈরি হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হয়েছে বাহিনীর গাড়ি, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সরঞ্জাম। তবে আধিকারিক ও তাঁদের পরিবার এখনই বারাকপুর ছাড়ছেন না। পর্যাপ্ত আবাসন এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বারাকপুরেই থাকবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন ৮ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর ছিল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ব্যাটেলিয়নের স্থানান্তরের ফলে ওই জায়গা আপাতত খালি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে ৮ নম্বর ব্যাটেলিয়নের জন্য কমান্ডান্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট।

প্রশাসনিক সূত্রের দাবি, শুধু নিরাপত্তাই নয়, গোটা এলাকার উপর নজরদারি বাড়াতেও এই কৌশল কাজে লাগবে। স্থানীয় স্তরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে এর পিছনে নির্বাচনী প্রস্তুতির কৌশলগত দিকটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

আরও পড়ুন – বিধানসভায় এসি বিভ্রাটে হাঁসফাঁস পরিস্থিতি! দরজা খুলে চলল অধিবেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version