ফেডারেশনের(AIFF) বিরুদ্ধে বড় জয় ইন্টার কাশির(Inter Kashi)। মঙ্গলবার ইন্টার কাশির আবেদনে সাড়া দিয়ে তাদের পক্ষেই রায় দিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস(CAS)। যে তিন পয়েন্ট ফেডারেশন ইন্টার কাশির(Inter Kashi) থেকে কেড়ে নিয়েছিল তা একেবারেই সঠিক নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস(CAS)। আর তাতেই স্বস্তি ইন্টার কাশি শিবিরে। তবে এখনও একটা লড়াই চলছে। সেটা জিতলেই এবারের আইলিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্টার কাশি।
নামধারির বিরুদ্ধে ইন্টার কাশির(Inter Kashi) একজন ফুটবলারকে খেলানো নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। নিয়ম বহির্ভূত রিরেজিস্ট্রেশন করানোরই অভিযোগ উঠেছিল ইন্টার কাশির বিরুদ্ধে। এরপরই ফেডারেশনের(AIFF) আপিল কমিটি ইন্টার কাশির তিন পয়েন্ট কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই ইন্টার কাশি ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের(CAS) কাছে।
🚨 CLUB STATEMENT 🚨
A victory at the CAS for us! 🧡#IndianFootball #ILeague #HarHarKashi #Kashi pic.twitter.com/f3mpirfCHp
— Inter Kashi (@InterKashi) June 17, 2025
সেখানেই ফেডারেশনের বিরুদ্ধে নিজেদের অভিযোগ জানায় ইন্টার কাশি। ক্যাজ এরপরই আইলিগ জয়ী ঘোষণার ওপর স্থগিতাদেশ জারি করেছিল। সেখানেই প্রথম মামলায় জয় পেয়ে দেল ইন্টার রাশি। ফেডারেশনের তাদের তিন পয়েন্ট কেড়ে নেওয়ার শাস্তি নাকোচ করে দিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস। মঙ্গলবার বিবৃতি জারি করে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ইন্টার কাশির তরফ থেকে।
তবে এখন আরও একটা মামলার রায় বাকি রয়েছে। সেটাও যদি ইন্টার কাশির পক্ষে যায় তবে এবারের আইলিগ চ্যাম্পিয়ন হতে ইন্টার কাশির আর কোনও বাধা থাকবে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–