বড়শূল ২ অঞ্চলের দুই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের 

Date:

Share post:

সমবায় নির্বাচনে বিরোধীদের অনুপস্থিতি, দুই সমিতিতেই সব আসনে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বর্ধমান ২ ব্লকের বড়শূল ২ গ্রাম পঞ্চায়েত এলাকার আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং বামুনপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট ৬৭টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসকদল।

তৃণমূলের বর্ধমান ২ ব্লক সভাপতি পরমেশ্বর কোনার জানিয়েছেন, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ সময় পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এগিয়ে না আসায় স্বাভাবিকভাবেই সমস্ত আসনে জয়ের মুকুট তৃণমূলের মাথায় উঠেছে। তাঁর কথায়, “বিরোধীরা বুঝে গিয়েছে, লড়াই করার মতো সংগঠন তাদের নেই। তাই প্রার্থীই দেয়নি।”

ব্লকের অন্য সমবায়গুলির নির্বাচনও ইতিমধ্যেই শেষ হয়েছে। পরমেশ্বরবাবুর দাবি, নবস্থা অঞ্চল বাদে বাকি সমস্ত সমবায়েই তৃণমূল জয়ী হয়েছে। তিনি বলেন, “এখনই স্পষ্ট, বর্ধমান ২ ব্লকে রাম-বাম কিছুই নেই। ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে, তার ইঙ্গিত এখান থেকেই মিলছে।”

তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে খুশি স্থানীয় নেতৃত্ব। যদিও বিরোধীদের একাংশের মতে, প্রশাসনিক চাপে তারা প্রার্থী দিতে পারেনি। তবে এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। রাজনৈতিক মহলের মতে, গ্রামের স্তরে সংগঠন ধরে রাখায় তৃণমূলের এই সাফল্য অব্যাহত। এখন দেখার, আগামীদিনে বিরোধীরা আদৌ ঘুরে দাঁড়াতে পারে কি না।

আরও পড়ুন – জিআই সেপসিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানুন কী এই রোগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...