Tuesday, November 4, 2025

ব্যর্থ ফেডারেশনের পরিকল্পনা, আইএসএলের পরেই হবে সুপার কাপ

Date:

এফএসডিএলের(FSDL) আপত্তি এবং ক্লাব গুলোর অনিচ্ছাতেই ফেডারেশনের(AIFF) সিদ্ধান্ত বদল। আইএসএলের(Indian Super League) আগে হচ্ছে না এবারের সুপার কাপ(Super Cup)। সুপার কাপকেই এবার ফেডকাপ হিসাবে করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেছিল তারা। এই সুপার কাপ দিয়েই মরসুম শুরু করার কথা ভাবলেও, শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদলের পথেই হাঁটতে হচ্ছে ফেডারেশনকে। আইএসএলের(Indian Super League) পরেই হবে সুপার কাপ।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ১২ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইএসএল। ফেডারেশন ঠিক করেছিল তার আগেই হবে এবারের সুপার কাপ(Super Cup)। কিন্তু এফএসডিএলের তাতে আপত্তি রয়েছে। সেইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলোও খুব একটা আগ্রহ দেখায়নি বলেই শোনা যাচ্ছে। আইএসএল এই মুহূর্তে দেশের প্রধান লিগ। তার একমাস আগে এই লিগ খেলতে গেলে অনেকেই চোট আঘাতের আশঙ্কা করছে। সেই কথা জানানোও হয়েছে। এরপরই এফএসডিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আইএসএলের আগে সুপার কাপ করা যাবে না।

আর তাতেই আবারও একবার পিছু হাটতে হল ফেডারেশনকে। এছাড়ও সেই সময় এএফসির ম্যাচের সূচী রয়েছে। এছাড়া গোয়ার খেলা রয়েছে। সব দিক বিবেচনা করেই এবারও সূচী না বদলের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। অন্যদিকে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে আইএসএল। তবে তারিখ এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। ১২ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইএসএল।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version