Thursday, December 25, 2025

OBC বিতর্কের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন নিয়োগের অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা পুরসভায় (KMC) ৭৮টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC) বিতর্কের জেরে পুরনো নিয়োগ স্থগিত রাখা হলেও, নতুন নিয়োগে বাধা নেই। তবে, এক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছেন বিচারপতি।

পুরসভা সূত্রে খবর, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য শূন্যপদের তালিকা আগামী সাতদিনের মধ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠাবে কলকাতা পুরসভা (KMC)। নির্ধারিত সময়ের মধ্যেই সেই তালিকা অনুমোদন করতে হবে। এর পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

ওবিসি সংরক্ষণ নীতি আইনি বিতর্কের মধ্যে হাই কোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের ২০১০ সালের পর প্রকাশিত ওবিসি তালিকা বৈধ নয়। সেই প্রেক্ষিতেই কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কমিশন। তবে হাই কোর্টে জানিয়েছে, ২০১০ সালের আগের যে জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের আওতায় ছিল, তাদের অন্তর্ভুক্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করায় কোনও বাধা নেই।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইন মোতাবেক ২০১০ সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণির জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিচারপতি কৌশিক চন্দ জানান, “অযথা কোনও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, ৬৬টি ওবিসি সম্প্রদায়কে ধরে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে।” বিচারপতির পর্যবেক্ষণ, “সংরক্ষণ নীতি যথাযথভাবে মেনে, পুরসভা নিয়োগ চালু করতে পারবে। এক্ষেত্রে অতিরিক্ত দেরি কার যাবে না।” আদালতের এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুতে আর কোনও আইনি জটিলতা রইল না।

spot_img

Related articles

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...