Friday, December 5, 2025

OBC বিতর্কের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন নিয়োগের অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা পুরসভায় (KMC) ৭৮টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC) বিতর্কের জেরে পুরনো নিয়োগ স্থগিত রাখা হলেও, নতুন নিয়োগে বাধা নেই। তবে, এক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছেন বিচারপতি।

পুরসভা সূত্রে খবর, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য শূন্যপদের তালিকা আগামী সাতদিনের মধ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠাবে কলকাতা পুরসভা (KMC)। নির্ধারিত সময়ের মধ্যেই সেই তালিকা অনুমোদন করতে হবে। এর পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

ওবিসি সংরক্ষণ নীতি আইনি বিতর্কের মধ্যে হাই কোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের ২০১০ সালের পর প্রকাশিত ওবিসি তালিকা বৈধ নয়। সেই প্রেক্ষিতেই কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কমিশন। তবে হাই কোর্টে জানিয়েছে, ২০১০ সালের আগের যে জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের আওতায় ছিল, তাদের অন্তর্ভুক্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করায় কোনও বাধা নেই।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইন মোতাবেক ২০১০ সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণির জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিচারপতি কৌশিক চন্দ জানান, “অযথা কোনও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, ৬৬টি ওবিসি সম্প্রদায়কে ধরে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে।” বিচারপতির পর্যবেক্ষণ, “সংরক্ষণ নীতি যথাযথভাবে মেনে, পুরসভা নিয়োগ চালু করতে পারবে। এক্ষেত্রে অতিরিক্ত দেরি কার যাবে না।” আদালতের এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুতে আর কোনও আইনি জটিলতা রইল না।

spot_img

Related articles

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...