Tuesday, August 12, 2025

OBC বিতর্কের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন নিয়োগের অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা পুরসভায় (KMC) ৭৮টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC) বিতর্কের জেরে পুরনো নিয়োগ স্থগিত রাখা হলেও, নতুন নিয়োগে বাধা নেই। তবে, এক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছেন বিচারপতি।

পুরসভা সূত্রে খবর, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য শূন্যপদের তালিকা আগামী সাতদিনের মধ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠাবে কলকাতা পুরসভা (KMC)। নির্ধারিত সময়ের মধ্যেই সেই তালিকা অনুমোদন করতে হবে। এর পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

ওবিসি সংরক্ষণ নীতি আইনি বিতর্কের মধ্যে হাই কোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের ২০১০ সালের পর প্রকাশিত ওবিসি তালিকা বৈধ নয়। সেই প্রেক্ষিতেই কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কমিশন। তবে হাই কোর্টে জানিয়েছে, ২০১০ সালের আগের যে জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের আওতায় ছিল, তাদের অন্তর্ভুক্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করায় কোনও বাধা নেই।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইন মোতাবেক ২০১০ সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণির জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিচারপতি কৌশিক চন্দ জানান, “অযথা কোনও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, ৬৬টি ওবিসি সম্প্রদায়কে ধরে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে।” বিচারপতির পর্যবেক্ষণ, “সংরক্ষণ নীতি যথাযথভাবে মেনে, পুরসভা নিয়োগ চালু করতে পারবে। এক্ষেত্রে অতিরিক্ত দেরি কার যাবে না।” আদালতের এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুতে আর কোনও আইনি জটিলতা রইল না।

spot_img

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...