Friday, November 14, 2025

বাসের বেহাল দশা! ক্ষোভে ফেটে পড়লেন ইরান ফেরত কাশ্মীরি পড়ূয়ারা

Date:

আগুন জ্বলছে পশ্চিম এশিয়ায়। ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে ‘অপারেশন সিন্ধু’র (Operation Sindhu) মাধ্যমে ইরান (Iran)থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। প্রথম পর্বে বৃহস্পতিবার ভোরে ১১০ জন পড়ুয়া ইরান থেকে দিল্লিতে এসে পৌঁছেছে। কিন্তু বাড়ি ফেরার পথে বাসের বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়েন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা।

বাসের সিট ছেড়া, যেখানে সেখানে নোংরা পড়ে থাকার অভিযোগ করেন কাশ্মীরের বাসিন্দা শেখ আফসা ইরানের উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া। এদিন দিল্লি থেকে বাড়ির দিকে রওনা দেওয়ার পথে তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে এতটাই বিধ্বস্ত যে বাসে বসে যাওটাই কষ্টকর। তার উপর বাসের এই বেহাল অবস্থা।” আফসা-সহ অনেক পড়ুয়াই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাছে বিকল্প ব্যবস্থার আর্জি জানান। এরপরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়,”বিষয়টি দেখা হচ্ছে। জম্মু-কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরশনের সঙ্গে সমন্বয় রেখে পড়ূয়াদের জন্য উন্নতমানের ডিল্যাক্স বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিন যারা ইরান থেকে দিল্লিতে ফিরেছেন তাদের মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা। পড়ুয়ারা জানান, “আমরা একরকম প্রাণ হাতে করেই বাড়ি ফিরছি। আমরা চাই ইরান-ইজরায়েল সংঘাত শেষ হোক। লেখাপড়ার ক্ষতি হচ্ছে। যত শীঘ্রই সম্ভব আমরা ইরানে ফিরে যেতে চাই।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version