বাংলায় গত ৬মাসে ২৭ লক্ষের বেশি বিদেশি পর্যটক, ৯৯% ইউরোপ-ইউএসএ-রাশিয়ার: তথ্য পেশ পর্যটনমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় ক্রমশ বাড়ছে বিদেশি পর্যটকদের (Tourist) সংখ্যা। উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র ভিড় জমাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রথম অর্ধে এক প্রশ্নের উত্তরে এই কথা জানান পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তাঁর মতে, পরিসংখ্যা অনুযায়ী, গত ৬ মাসে ২৭ লক্ষ বিদেশি পর্যটক এসেছেন বাংলায়।

এদিন বিধানসভার অধিবেশনে ইন্দ্রনীল (Indranil Sen) জানান, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ৬ মাসে রাজ্যে মোট ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন পর্যটক এসেছেন।‌ এরমধ্যে ৯৯% রাশিয়া, ইউরোপ, ইউএসএ, ইতালি থেকে আসা। বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে আর ইউরোপ-আমেরিকার পর্যটক বেড়েছে।

২০১১ সালে ক্ষমতায় আসার পরে বাংলার পর্যটনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেনা পরিচিত দিঘা, সুন্দরবন বা দার্জিলিং শুধু নয়, অফ বিট ট্যুরিস্ট স্পটও চালু হয়েছে তাঁর আমলে। শুরু হয়েছে হোম স্টে। জেলা ভিত্তিক পর্যটনেও জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিক উদ্যোগের ফলেই বিদেশি পর্যটকের সংখ্যা বাংলায় বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ২২ এপ্রিল নতুন একটি পর্যটন কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্রে ৮৭ শতাংশ আসন সর্বক্ষণ পূর্ণ থাকে বলেই দাবি তাঁর। পাশাপাশি, স্থানীয় পর্যটন উদ্যোগপতিদের ১০০ শতাংশ সহায়তা দেওয়া হচ্ছে বলেও বিধানসভায় জানিয়েছেন ইন্দ্রনীল সেন।

এছাড়া রাজ্যে পর্যটন গাইড তৈরির ক্ষেত্রেও সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১,০২২ জন সার্টিফায়েড ট্যুরিস্ট গাইড তৈরি হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ।’’ পর্যটন শিল্পে নতুন কর্মসংস্থানের পথ খুলছে বলেও আশাবাদী মন্ত্রী।
আরও খবরঅগ্নিকাণ্ড নিয়ে প্রমোটিং অভিযোগ খারিজ, বিধানসভায় জোর তরজা

spot_img

Related articles

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...