Thursday, January 29, 2026

সরকারি হাসপাতালের কাজে ফাঁকি! চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ NMC-র, কোপ পড়বে বেতনে

Date:

Share post:

সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ জাতীয় মেডিক্যাল কমিশনের (NMC)। নিয়ম মেনে ছুটি না নিয়ে ৭৫ শতাংশের কম হাজিরা হলে চিকিৎসকদের বেতন কাটা হবে। নির্দেশ দিল NMC।

সরকারি হাসপাতালে (Government Hospital) নির্দিষ্ট সময় ডিউটি না করে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করেন, বেসরকারি হাসপাতালে সময় দেন- এই অভিযোগ দীর্ঘদিনের। বাংলাতেও এই অভিযোগ উঠেছে। বিভিন্ন নিয়ম করেও সেই অনিয়মে খুব বেশি রাশ টানা যায়নি। এর প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করল NMC। বৃহস্পতিবার, রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা-সহ সরকারি মেডিক্যাল কলেজগুলির কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে ঠক করেন জাতীয় মেডিক্যাল কমিশনের উচ্চ পদস্থ আধিকারিকরা। চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করে NMC।
আরও খবরগ্রুপ সি- গ্রুপ ডি কর্মীদের ভাতা ঘোষণায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

এই বৈঠকের পরই বিজ্ঞপ্তি জারি করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। সেখানে বলা হয়েছে, কোনও আবেদন ছাড়া না জানিয়ে ছুটি নিলে, উপস্থিতি ৭৫ শতাংশের কম হলে চিকিৎসকের বেতন কাটা যাবে। কলেজের অধ্যক্ষ অমিত দাঁ বলেন, “জাতীয় মেডিক্যাল কমিশনের অধীনে আমরা সবাই। আমাদের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ওরা অনলাইনে দেখতে পায়। ভিডিয়ো কনফারেন্সে এনএমসি জানিয়েছে, আপনাদের যদি ১৫০-১৮০ জন চিকিৎসক থাকেন, তার মধ্যে যদি ৭০ জন আসেন, তাহলে কে অপারেশন করবেন আর কে রোগী দেখবেন? সেই কারণে চিকিৎসকদের ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন। ওরা আর সশরীরে হাসপাতালের পরিকাঠামো দেখতে আসবেন না। আমরা যদি নতুন কোনও বিভাগ চালু করি, এমবিবিএসে আসন বাড়াই, সেই সুবিধা দেওয়ার আগে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন।” একই সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, “এমন চিকিৎসকও রয়েছেন যাঁরা হাসপাতালে সময় দেন না, এমনকী হাসপাতালে এসেও বেরিয়ে যান।” তাঁর কথায়, চিকিৎসকরা প্রয়োজনে অবশ্যই ছুটি নেবেন। কিন্তু সেটা জানিয়ে নিতে হবে এবং তার জন্য আবেদন করতে হবে। কারণ, পড়ুয়াদের ক্লাস নেওয়া আর রোগী দেখা- দুটো সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের।

spot_img

Related articles

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে...

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম...

ভোটের মুখে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াল নবান্ন, বিশেষ দায়িত্ব শীর্ষ আধিকারিকদের 

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের...

বনগাঁয় অনুষ্ঠান-মঞ্চে মিমিকে হেনস্থা! অভিযোগে গ্রেফতার উদ্যোক্তা তনয় শাস্ত্রী

অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্থার অভিযোগ। অনুষ্ঠানের আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রীকে (Tanay...