দেশের জার্সিতে টেস্টে অভিষেক সাই সুদর্শনের, বিরাটের পজিশনে খেলবেন গিল

Date:

Share post:

গুজরাট টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও সফল। ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের জার্সিতে অভিষেক হল সাই সুদর্শনের(Sai Sudarshan)। সেইসঙ্গেই প্রায় আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার(Karun Nair)। অপেক্ষা ছিল শুক্রবার ভারতের প্রথম একাদশ ঘোষণার। এরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। বিরাট কোহলির পজিশনেই এবার ব্যাটিং করতে নামবেন শুভমন গিল(Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার সিরিজ শুরু হওয়ার আগে থেকেই সাই সুদর্শনকে(Sai Sudarshan) নিয়ে জল্পনাটা শুরু হয়ে গিয়েছিল। হবে নাই বা কেন প্রথম শ্রেনীর ঘরোয়া ক্রিকেটে যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তেমনই এই তরুণ ক্রিকেটার সফল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও। শুক্রবার ভারতের আরেক টেস্ট তারকা চেতেশ্বর পূজারার হাত থেকেই কেরিয়ারের প্রথম টেস্ট ক্যাপ উঠল সাই সুদর্শনের হাতে।

২০২২ সালে ভারতের প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। সেখানেই ১৯ ম্যাচে ১৯৫৭ রান রয়েছে সাই সুদর্শনের নামে। এছাড়া শেষ মরসুমের রঞ্জি ট্রফিতেও ব্যাট হাতে অত্যন্ত সফল সাই সুদর্শন। সেখানেই তিনি তিন ম্যাচে করেছিলেন ৩০৪ রান। এবার টেস্ট শুরুর আগে থেকেই তাঁকে নিয়ে জোর চর্চা চলছিল। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়ে গেল তাঁর।

ফাস্ট ডাউনমেই ব্যাটিং করতে নামবেন তিনি। অন্যদিকে প্রায় ৮ বছর পর দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ফিরলেন করুণ নায়ারও। এবারের প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর ছিল শুভমন গিলের ব্যাটিং পজিশনের ওপর। বিরাট কোহলি যে পজিশনে অর্থাৎ চার নম্বরে ব্যাটিং করতে নামতেন সেখানেই এবার নামবেন শুভমন গিল(Shubman Gill)।

spot_img

Related articles

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...