Tuesday, August 26, 2025

নিউ সেন্ট্রাল জুট মিল পুনরুজ্জীবনে তৎপর রাজ্য, ৩০ কোটি টাকার অনুদান মিলেছে শ্রমিকদের

Date:

বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা বজবজের নিউ সেন্ট্রাল জুট মিল (New Centeral Jute Mills Co. Ltd.) পুনরায় চালুর বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক কুমার দেবের (Ashok Kumar Dev) উত্থাপিত দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) জানান, কারখানাটির পুনরুজ্জীবন চেষ্টায় ইতিমধ্যেই মন্ত্রীগোষ্ঠী গঠিত হয়েছে । এখন পর্যন্ত ৯টি বৈঠকও হয়েছে। মন্ত্রী জানান, হাইকোর্ট ইতিমধ্যেই একটি স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরুজ্জীবনের দায়িত্ব রাজ্য সরকারকে দিয়েছে। রাজ্য সরকার সেই দিশায় অগ্রসর হচ্ছে। এদিকে বন্ধ মিলের শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের উদ্যোগে ফাওলাই প্রকল্পের আওতায় ২,৮৭০ জন শ্রমিককে প্রতি মাসে ১,৫০০ টাকা ও উৎসব উপলক্ষে অতিরিক্ত ১,৫০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন: অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজতর করতে চালু হয়েছে ‘ই-জাগৃতি’ পোর্টাল, জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী

নিউ সেন্ট্রাল জুট মিল কোম্পানি লিমিটেডের অধীনস্থ দুটি ইউনিট — অ্যালবিয়ন ও লোথিয়ান, দক্ষিণ ২৪ পরগনার জয়চণ্ডীপুরে অবস্থিত। প্রায় ৩ হাজার শ্রমিক সেখানে একসময় কাজ করতেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মিলটি লিকুইডেশনের আওতায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মিল খোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫ ডিসেম্বর ২০১৩-র এক আদেশে গঠিত হয়েছিল মন্ত্রীগোষ্ঠী। পরে ২০২১ সালের ৩ নভেম্বর তা পুনর্গঠিত হয়। মন্ত্রীগোষ্ঠীর ৯ম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ট্রান্সাকশন অ্যাডভাইসার নিয়োগ করে সম্ভাব্য অর্থদাতা বা পরিচালক নির্বাচন করা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং দরপত্র প্রক্রিয়া শুরু করা হবে।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version