Wednesday, November 5, 2025

মদতদাতা BJP-র পর্দা ফাঁস! ডাঃ রজতশুভ্রর সঙ্গে দেখা করতে গিয়ে চূড়ান্ত নাটক সুকান্তর

Date:

Share post:

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গোলমাল পাকানোর অপচেষ্টায় বাম-অতিবাম-বিজেপি-র জড়িত থাকা অভিযোগ করেছিল তৃণমূল। সেই আঁতাঁত সামনে এলো শুক্রবার। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে ব্রিটেনে প্র্যাকটিস করার অভিযোগে ডাঃ রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় (Rajatshubhra Banerjee) চিঠি দেওয়ার পরেই তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। অক্সফোর্ডে গোলমাল পাকানোর বিজেপির ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যায়। এদিকে, ভবানীপুরে চূড়ান্ত নাটকের পরে সুকান্ত ও রজতশুভ্রকে লালবাজার নিয়ে যায় পুলিশ।

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় গোলমাল পাকানোর অপচেষ্টা করেছিল রাম-বাম-অতিবাম কয়েকজন প্রবাসী। স্থানীয়দের হস্তক্ষেপে সভা ছেড়ে পালাতে বাধ্য হয় তাঁরা। সেই গোলমাল করানোর হোতা ছিলেন ডঃ রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় (Rajatshubhra Banerjee)। এখন দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর দিক আঙুল তোলা চিকিৎসক নিজেই বেনিয়মে অভিযুক্ত। জনৈক দেবাশিস সাহার স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে তাঁর জবাব তলব করেছে WBMC।

অভিযোগ, নিজেকে অ্যানাস্থেশিয়ায় এমডি বলে দাবি করে ইংল্যান্ডে প্র‍্যাকটিস করছেন রজতশুভ্র। অথচ এই ডিগ্রি তিনি ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত করাননি। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ‌্যাক্ট, ১৯৫৬-এর ২৬ নম্বর ধারা অনুযায়ী কোনও প্র‍্যাকটিসিং চিকিৎসককে তাঁর সাম্প্রতিক ডিগ্রি অবশ্যই নথিভুক্ত করতে হবে। অন্যদিকে মেডিক্যাল কাউন্সিলে না জানিয়েই ইংল্যান্ডে চুটিয়ে প্র‍্যাকটিস করছেন রজতশ্রভ্র। মেডিক্যাল কাউন্সিলের যে তথ্য তিনি দিয়ে রেখেছেন তাতে ডা. রজতশুভ্রর বাড়ি ৬১/জি/১ কালীঘাট রোড। অথচ না জানিয়ে তিনি চুটিয়ে রোগী দেখছেন ইংল্যান্ডে। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ‌্যাক্ট-এর ২৮ নম্বর ধারা অনুযায়ী কোনও চিকিৎসক দেশের বাইরে প্র‍্যাকটিস করলে তা অবশ্যই জানাতে হবে সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিলকে। এই কারণেই তাঁকের শো-কজ লেটার ধরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। মেডিক্যাল কাউন্সিলের অ্যাডভাইসর মানস চক্রবর্তী জানান, রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় যে কাণ্ড করেছেন তাতে মেডিক্যাল কাউন্সিলের দুটো ধারা লঙ্ঘিত হয়েছে। চিঠি দিয়ে তাঁর কাছে উত্তর চাওয়া হয়েছে। অভিযোগ, লন্ডনেও ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে ডাঃ রজতশুভ্রর বিরুদ্ধে।
আরও খবরমর্জি মতো ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে বিশৃঙ্খলা তৈরি সুকান্তর, পাত্তাই দিচ্ছে না তৃণমূল

এই পরিস্থিতি এদিন সেই নিয়মভাঙা ডাঃ রজতশুভ্রর সঙ্গে দেখা করতে যান বিজেপির (BJP) রাজ্য সভাপতি। কিন্তু পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়। না কি বলা হয় রজতশুভ্র বাড়ি নেই। পরে রজতশুভ্র বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করতে চান। পরে, সাঙ্গপঙ্গ-সহ ডাঃ রজতশুভ্রর বাড়ি দিকে গিয়ে হেঁটে যাওয়ার অছিলায় গোলমাল পাকানোর চেষ্টা করলে পরিস্থিতি জটিল হতে শুরু করলেই পুলিশ সুকান্ত এবং চিকিৎসককে আটক করা হয়। কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাঁদেরও কয়েকজনকে আটক করে সবাইকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...