Saturday, August 23, 2025

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাতেই মৃত্যু নিখোঁজ পরিচালকের! নিশ্চিত করল ডিএনএ পরীক্ষা

Date:

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ মানুষের। সেই দিন থেকেই নিখোঁজ ছিলেন গুজরাতের চলচ্চিত্র পরিচালক মহেশ জিরাওয়ালা (Mahesh Jirawala)। পরিবারের লোকজন অনুমান করছিল বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়ে থাকবে তাঁর। অবশেষে দুর্ঘটনায় এক অশনাক্ত মৃতদেহের সঙ্গে তাঁর পরিবারের ডিএনএ নমুনা মিলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহেশের স্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন দুপুর ১টা ১৪ মিনিটে তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল মহেশের। তিনি জানিয়েছিলেন, মিটিং শেষ হয়েছে, এখন বাড়ি ফিরছেন। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। দুর্ঘটনার সময় তাঁর মোবাইল লোকেশন ধরা পড়েছিল ঘটনাস্থলের মাত্র ৭০০ মিটার দূরে।

প্রসঙ্গত, মহেশ জিরাওয়ালা (Mahesh Jirawala) গুজরাতের বিনোদন জগতে পরিচিত নাম। মূলত মিউজিক অ্যালবাম ও ভিডিও নির্মাতা হিসেবে তিনি কাজ করতেন। ঘটনার দিন তিনি ল’ গার্ডেন এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তবে আমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার কীভাবে প্রাণ নিল জিরাওয়ালার তা নিয়ে এখনও ধন্দ রয়ে গিয়েছে।

আরও পড়ুন: আমেদাবাদ দুর্ঘটনার আগেই গাফিলতি ধরেছিল DGCA! তবু মৃত্যু ২৪১ যাত্রীর

একাংশের অনুমান ওই সময় মেডিক্যাল কলেজ সংলগ্ন রাস্তা দিয়েই যাচ্ছিলেন পরিচালক। সেই কারণেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গুজরাতের সংস্কৃতি মহলে। স্থানীয় স্তরে ক্ষোভ দেখা দিয়েছে বিমানের নিরাপত্তা ও রুট ব্যবস্থাপনা নিয়ে।

Related articles

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...
Exit mobile version