Friday, August 22, 2025

শুভেন্দু-শঙ্করের নাম না করে বিজেপির ‘দলবদলু’ নেতাদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

নিজের দলের দলবদলু নেতাদের নাম না করে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে রানি রানমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) নেতা। তাঁর কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।”

এর আগে বিজেপি বিরুদ্ধে ওয়াশিং মেশিনের অভিযোগ তোলে বাংলার শাসকদল। তাদের কথায়, তৃণমূল থেকে যাঁদের বের করে দেওয়া হয় বা যাঁরা দুর্নীতি করতে না পেরে চলে যান, তাঁরাই বিজেপিতে গিয়ে সাদা হয়ে যান! সেই সুরই কার্যত শোনা গেল বিজেপি নেতার মুখে। দিলীপের কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইড লাইন বেঁধে দিয়েছে। তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কীভাবে?”
আরও খবরযৌনকর্মীদের অপমান! ক্ষমা চান নির্লজ্জ সুকান্ত: দাবিতে সরব তৃণমূল

তবে, দিলীপের (Dilip Ghosh) কথার সঙ্গে আবার একমত নন বিজেপিতে শুভেন্দু (Suvendu Adhikari) লবি বলে পরিচিত বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ। কেন্দ্র-রাজ্যে রাজনীতি করেছেন। তবে যাঁরা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁরা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে এ কথা কীভাবে বলা যায়?”

তবে, দিলীপের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূল (TMC) মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। তিনি বলেন, “দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে।” কটাক্ষ করে অরূপ বলেন, “বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাআকচি করে যাচ্ছে। আর ছাব্বিশের বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে।”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version