ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিম সমাজের ঐতিহাসিক অবদানকে স্মরণ করতেই শুক্রবার বিকেলে মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘পার্থ সেনগুপ্ত চতুর্থ স্মারক বক্তৃতা’। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. সাইফুল্লাহ, অধ্যাপক, বাংলা বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়। তাঁর বক্তৃতার বিষয় ছিল— “ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিম সমাজের ভূমিকা”। উপস্থিত শ্রোতামন্ডলীতে সেই বক্তব্য ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমজাদ হোসেন এবং বিশ্বকোষ পরিষদের সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত। এই দিনে প্রদান করা হয় ‘পার্থ সেনগুপ্ত স্মৃতি পুরস্কার’। সমাজে ইতিবাচক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুবের কলম’ পত্রিকা এই বছর সম্প্রীতি বিভাগের জন্য পুরস্কৃত হয় এবং শিক্ষা প্রসারে অবদানের জন্য সম্মানিত হয় ‘আল হিলাল মিশন’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মাননা আগামী প্রজন্মকে সমাজমুখী ও দায়িত্বশীল করে তুলতে অনুপ্রেরণা দেবে।

মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই সভায় যোগ দেন। আয়োজক সংস্থার বক্তব্য, “পার্থ সেনগুপ্ত স্মরণে এই অনুষ্ঠান শুধু অতীতচর্চা নয়, বরং বর্তমান সমাজে সম্প্রীতি, শিক্ষা ও ঐক্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।” সভা শেষে আয়োজকেরা জানান, আগামী দিনেও এই অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন – রথযাত্রার আগে দিঘায় মানুষের ঢল, ২০ লক্ষেরও বেশি টিকিট বিক্রি পরিবহন নিগমের

_

_

_

_

_

_
_
_
_
_
_