উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে অন্য রাজ্যে প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রবিবার থেকে টানা বৃষ্টি চলবে বাংলায়। উত্তরবঙ্গ -দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির (Rain forecast) কারণে ৯ জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে আবার ডিভিসি (DVC) জল ছাড়ার প্রক্রিয়া শুরু করতেই জেলায় জেলায় বানভাসী পরিস্থিতি তৈরির আগেই তদারকিতে রাজ্য প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) দক্ষিণবঙ্গের ন’টি জেলায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে যার শুরুটা হবে আগামকাল থেকেই। বিরতি কাটিয়ে রবিবার থেকে বৃষ্টি বাড়বে।একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ায়। শনিবার মূলত মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সকালের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তরে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–