Thursday, August 21, 2025

ইস্টবেঙ্গলে জয় গুপ্তা, বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও কথা লাল-হলুদের

Date:

গতবার যে রক্ষণের জন্য সবচেয়ে বেশি ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (Eastbengal)। এবার সেদিকেই সবচেয়ে বেশি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। এবার গোয়ার ডিফেন্সের অন্যতম তারকা জয় গুপ্তাকে (Jay Gupta) দলে তুলে নিল ইস্টবেঙ্গল (Eastbengal)। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরের। যদিও সরকারীভাবে ঘোষণা কগরা হয়নি তাঁর নাম। কিন্তু সূত্রের খবর জয় গুপ্তাকে ইতিমধ্যেই দলে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে লাল-হলুদ শিবিরের রক্ষণকে নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নতুন মরসুমের আগে সেই দিকেই সবচেয়ে বেশী নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। গত মরসুমে গোয়ার হয়ে রক্ষণের অন্যতম প্রধান ভরসা ছিলেন এই জয় গুপ্তা (Jay Gupta)। সেইসঙ্গে তাঁর পা থেকে এসেছিল গোলও। এবার এমনই একজন দেশীয় ডিফেন্ডারের খোঁজে ছিল ইস্টবেঙ্গল।

দীর্ঘ কথাবার্তার পর অবশেষে জয় গুপ্তাকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। একইসঙ্গে একজন বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও নাকি কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি তাঁর সঙ্গেও চুক্তি পাকা করে ফেলবে লাল-হলুদ ব্রিগেড। কয়েকটা কাজ বাকি রয়েছে, এরপরই নাকি তাঁর সঙ্গেও চুক্তি পাকা করে ফেলবে ইস্টবেঙ্গল।

জয় গুপ্তা (Jay Gupta) এফসি গোয়ার হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে দুটো গোলও রয়েছে তাঁর। লাল-হলুদ জার্সিতে জয় গুপ্তাও এবারও তাঁর সাফল্যের ধারা অব্যহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version