Friday, November 7, 2025

ইস্টবেঙ্গলে জয় গুপ্তা, বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও কথা লাল-হলুদের

Date:

গতবার যে রক্ষণের জন্য সবচেয়ে বেশি ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (Eastbengal)। এবার সেদিকেই সবচেয়ে বেশি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। এবার গোয়ার ডিফেন্সের অন্যতম তারকা জয় গুপ্তাকে (Jay Gupta) দলে তুলে নিল ইস্টবেঙ্গল (Eastbengal)। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরের। যদিও সরকারীভাবে ঘোষণা কগরা হয়নি তাঁর নাম। কিন্তু সূত্রের খবর জয় গুপ্তাকে ইতিমধ্যেই দলে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে লাল-হলুদ শিবিরের রক্ষণকে নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নতুন মরসুমের আগে সেই দিকেই সবচেয়ে বেশী নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। গত মরসুমে গোয়ার হয়ে রক্ষণের অন্যতম প্রধান ভরসা ছিলেন এই জয় গুপ্তা (Jay Gupta)। সেইসঙ্গে তাঁর পা থেকে এসেছিল গোলও। এবার এমনই একজন দেশীয় ডিফেন্ডারের খোঁজে ছিল ইস্টবেঙ্গল।

দীর্ঘ কথাবার্তার পর অবশেষে জয় গুপ্তাকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। একইসঙ্গে একজন বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও নাকি কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি তাঁর সঙ্গেও চুক্তি পাকা করে ফেলবে লাল-হলুদ ব্রিগেড। কয়েকটা কাজ বাকি রয়েছে, এরপরই নাকি তাঁর সঙ্গেও চুক্তি পাকা করে ফেলবে ইস্টবেঙ্গল।

জয় গুপ্তা (Jay Gupta) এফসি গোয়ার হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে দুটো গোলও রয়েছে তাঁর। লাল-হলুদ জার্সিতে জয় গুপ্তাও এবারও তাঁর সাফল্যের ধারা অব্যহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version