ইরানের এক্তিয়ারেই রয়েছে চেরনোবিলের মতো বৃহৎ পরমাণু গবেষণা কেন্দ্র। সেই বুসের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত করা নিয়ে ইজরায়েলকে আগেই সতর্ক করেছিল ইরান (Iran) ও রাশিয়া (Russia)। তা সত্ত্বেও ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরে এবার বুসেরে একের পর এক বিস্ফোরণের শব্দ আতঙ্ক তৈরি করল বিশ্বে। পরমাণু শক্তিকেন্দ্রে (nuclear power plant) হামলা চালানো নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি আন্তর্জাতিক নিয়ামক সংস্থা। তবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত হলে দ্বিতীয় চেরনোবিলের (Chernobyl) মতো বিধ্বংস দেখতে হবে বিশ্বকে, তা বলা বাহুল্য।
ইরানের বন্দর শহর বুসেরে (Bushehr) সে দেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার (Russia) সহযোগিতায় এই পরমাণু গবেষণা কেন্দ্রটি চেরনোবিলের (Chernobyl) মতো শক্তিশালী বলে আগেই সতর্ক করা হয়েছিল। তবে শনিবার রাতে ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরে সেই বুসের যে সুরক্ষিত থাকবে এমনটা নিশ্চিত নন ইরানের প্রশাসনকরাও।
রবিবার দুপুরে বুসের (Bushehr) থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে দাবি করে ইরানের একাধিক মিডিয়া। যদিও ইরানের তরফে (Iran) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও ক্ষতির বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে বুসেরের সামরিক ঘাঁটি ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র (Nuclear power plant) লক্ষ্য করে হামলার কথা অস্বীকারও করা হয়নি।
–
–
–
–
–
–
–
–
–
–
–