Sunday, August 24, 2025

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনার গতিতে বিকেলের মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফল। তবে ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর দাবি, “জয় সুনিশ্চিত। এখন শুধু মার্জিন কতটা বাড়ে, সেটাই দেখার।”

প্রসঙ্গত, আলিফার প্রয়াত পিতা নাসিরউদ্দিন আহমেদ ২০২১ সালের নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে, বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছিলেন। এবারও তাঁর কন্যার প্রতি জনসমর্থন দেখে রাজনৈতিক মহলের ধারণা—এই জয়ও একতরফা হতে চলেছে।

এইবারের নির্বাচনে বিজেপি শিবিরে ছিল না আগের মতো হাই-প্রোফাইল প্রচার। মোদি, অমিত শাহ বা অন্যান্য কেন্দ্রীয় নেতাদের আগমন দেখা যায়নি। দলীয় সংগঠনেরও ছিল ঘাটতি। এমনকি, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগেও পিছিয়ে ছিল বিরোধীপক্ষ।

অন্যদিকে, কালীগঞ্জে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় স্তরের জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা কর্মসূচি—যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, আলো ইত্যাদি—নিয়মিত রূপায়ণ করেছেন। যার প্রভাব সরাসরি ভোটের বাক্সে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূলের কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও ৭৩ শতাংশ ভোট পড়েছে, এটা বড় বার্তা। বিরোধীরা যতই অপপ্রচার করুক, মানুষ আমাদের পাশে থেকেছে। আমরা একজোট হয়ে লড়েছি। এখন শুধু জয় উদ্‌যাপনের অপেক্ষা।” সব মিলিয়ে, কালীগঞ্জে জয়ের রূপরেখা প্রায় স্পষ্ট। এখন শুধু দেখার, আলিফা আহমেদ তাঁর পিতার ভোট মার্জিনের রেকর্ড ভাঙতে পারেন কি না।

আরও পড়ুন – চেরনোবিলের মতো বিস্ফোরণ! ইরানের পারমাণু বিদ্যুৎকেন্দ্রে জোরালো হামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version