Wednesday, November 12, 2025

আবারও অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়! ভর্তি কলকাতার এক বেসরকারি হাসপাতালে

Date:

ফের অসুস্থ হয়ে পড়লেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। রবিবার দুপুরে হঠাৎই বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছুটির দিনে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন তিনি। আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করলে, তাঁকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ৮৩ বছর বয়সী সাংসদ দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছেন। এদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার সময় তিনি কিছুটা আচ্ছন্ন ছিলেন এবং অসংলগ্ন কথা বলছিলেন। পাশাপাশি, শনিবার বিকেল থেকেই তাঁকে ঘনঘন শৌচাগারে যেতে হচ্ছিল এবং পায়ে যন্ত্রণা ছিল বলেও পরিবার জানিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌগতবাবুর ডিমেনশিয়া রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

তবে চলতি বছরে এই নিয়ে তিনবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌগত রায় (Sougata Roy)। ১০ মার্চ, লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রবল ঘাম ও অস্বস্তি অনুভব করলে তাঁকে হুইলচেয়ারে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌগতবাবু। সেদিন তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর হার্টে পেসমেকার বসানো হয়। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, আপাতত ভয়ের কিছু নেই। তবে বয়সজনিত কারণে তাঁকে বাড়তি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর পাশে রয়েছেন পরিবারের সদস্যরাও। আরও পড়ুন : চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ থেকে বাইরে আনা হল

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version