Tuesday, November 4, 2025

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যতদিন সংকটজনক থাকবে ততদিন জ্বালানি সংক্রান্ত সমস্যায় থাকবে এশিয়ার অন্যান্য দেশগুলি। কার্যত তারা যে এই দ্বন্দ্বে উসকানি দেবে না তা স্পষ্ট। এবার পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে একই মত ভারত-পাকিস্তানের। যদিও দুই প্রতিবেশী দেশই নিজেদের মতো করে ইরানে (Iran) মার্কিন হামলার (US attack) বিপক্ষে দাঁড়িয়েছে। তবে এখনও পর্যন্ত ভারত বা পাকিস্তান কোনও তরফেই আমেরিকার সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতিতে যোগাযোগ করা হয়নি।

ইরানের তিন পরমাণু কেন্দ্রের উপর আমেরিকার হামলার পরে ইরান রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোদি জানান, ইরান রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বন্দ্ব বেড়ে যাওয়ার নিজের গভীর আশঙ্কার কথা প্রকাশ করেন মোদি। সেই সঙ্গে দ্বন্দ্ব থামাতে (de-escalate) আহ্বান করা হয় নরেন্দ্র মোদির (Narendra Modi) তরফে। আলোচনা ও কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে আগামীতে পশ্চিম এশিয়ার এলাকায় দ্রুত আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিরতার বার্তা প্রকাশ করেন মোদি।

আরও পড়ুন: আমেরিকা পরিস্থিতি খারাপ করছে: হামলার জয়ধ্বনির পরই প্রতিক্রিয়া বিশ্বের

আশ্চর্যজনকভাবে যে পাকিস্তান শনিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি (Nobel Peace Prize) দেওয়ার সুপারিশ করেছিল তারাই এবার আমেরিকার বিপক্ষে দাঁড়ালো। ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার নিন্দা করা হয় পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে। রাষ্ট্রসঙ্ঘের চার্টারের (UN charter) উল্লেখ করে হামলার বিরোধিতা করা হয়। সেই সঙ্গে এবার যে ইরানের যথেষ্ট কারণ রয়েছে পাল্টা প্রত্যাঘাত করার, তাও স্পষ্ট করে দেওয়া হয় পাকিস্তানের তরফে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version