Wednesday, August 20, 2025

ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং প্রদর্শনে ক্ষুব্ধ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে ভারতের রীতি নতুন শুরু হয়েছে, অন্তত এই ম্যাচের পর তা করা উচিৎ নয়। এই ম্যাচ শেষে কাউকেই যেন সেরা ফিল্ডারের মেডেল ড্রেসিংরুমে না দেওয়া হয়। অন্তত দ্বিতীয় দিন ভারতীয় দল ( Indian Cricket Team) ফিল্ডিংয়ে যেমন পারফরম্যান্স দেখিয়েছিলেন তা দেখে বিরক্ত গাভাসকর (Sunil Gavaskar)। একের পর এক ক্যাচ মিসটাই যেন মেনে নিতে পারছেন না গাভাসকর।

দ্বিতীয় দিন ভারতীয় দলের ক্রিকেটাররা তিনটি ক্যাচ ফস্কেছিলেন। সেটা না হলে যে ইংল্যান্ডের রান আরও কম হতে পারত তা বলার অপেক্ষা রাখে না। ভারতের রানের পাহা়ড় টপকানোর দিকে এগোতেই পারত না। কিন্তু সেটা হয়নি।

দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল মিস করেছিলেন অলি পোপ এবং বেন ডাকেট। সেই অলি পোপই ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন। ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তেমনই বেন ডাকেটও পেয়েছিলেন অর্ধশতরান। এই দুজনের সেই ক্যাচ যদি ভারতীয় দলের ক্রিকেটাররা নিতে পারত, তাহলে ইংল্যান্ড যে ঘরের মাঠে আরও বেশি চাপে পড়ে যেত তা বলার অপেক্ষা রাখে না।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “এই টেস্টের পর কি ফিল্ডিংয়ের জন্য কোনও মেডেল দেওয়া হয়? আমার তো মনে হয়, দেওয়া উচিৎ নয়। প্রতি ম্যাচের ভারতের ফিল্ডিং কোচ টি দীলিপ মেডেল দেন। এটা মেনে নিতেই হবে যে দ্বিতীয় দিন ভারতীয় দলের ফিল্ডিং খুবই হতাশাজনক ছিল। যশস্বী এবং জাদেজা অবশ্যই ভালো ফিল্ডার। কিন্তু এত গুলো সুযোগ নষ্টের খেসারত দিতে হল তাদের”।

এই দুই ক্রিকেটারের ক্যাচ না ফস্কালেও ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হতেই পারত। কারণ এই দুজনই ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version