কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ পর্যটক খুনের তদন্তে নেমে ঘটনার দুমাসের মাথায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। ধৃত পারভেজ আহমেদ জোঠার ও বসির আহমেদ জোঠার লস্কর জঙ্গি বলে NIA-র তরফে জানা গেছে। কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। তদন্তকারী সংস্থার দাবি, এই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দাতা হিসাবে কাজ করেছে।

২২ এপ্রিল বেছে বেছে হিন্দু পর্যটকদের খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ। পাকিস্তানের জঙ্গি আক্রমণকে পাল্টা জবাব দিতে অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদে মদদকারী ইসলামাবাদের মুখোশ খুলে দিতে পৌঁছে যায় এদেশের সংসদীয় দল। ভারতের জিরো টলারেন্স নীতিকে মাথায় রেখে প্রথম দিন থেকেই অভিযুক্ত জঙ্গিদের হন্যে হয়ে খুঁজে চলেছে NIA। হামলার ঘটনা ২৪ ঘণ্টার মধ্যেই সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ্যে এসেছিল। সেই মতো কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারতীয় সেনার অপারেশন চলতে থাকে। পহেলগাম কাণ্ডের দু’মাসের মাথায় এলো প্রথম সাফল্য। এনআইএ (NIA) সূত্রের খবর, কাশ্মীরের হিলপার্ক এলাকায় ৩ জঙ্গিকে আশ্রয় দিয়েছিল ধৃত দুই জঙ্গি (পারভেজ আহমেদ জোঠার ও বসির আহমেদ জোঠার)। তাঁদের খাবারদাবার এবং রসদ সরবরাহের কাজ চলত। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

–

–

–
–

–

–

–

–

–

–

–
–
–
–
–