আকাশপথে একের পরে হামলা, পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে উড়ান পরিষেবা বাতিলের (Flight cancelled in Middle East) সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়াসহ (Air India)একাধিক বিমান সংস্থার। ইরানের মিসাইল হানার পরই সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারের আকাশপথ বন্ধ করা হয়েছে। বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করেছে ইরাক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশে বিমান চলাচল স্থগিত ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে কর্তৃপক্ষের তরফে জানা গেছে।

ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের তীব্র প্রভাব বিমান পরিষেবায়। এক দেশ আরেক দেশের উপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা করছে তাতে যে কোনও মুহূর্তে বড় বিমান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে।কোথাও রুট বদল হচ্ছে কোথাও আবার মাঝআকাশ থেকে বিমানকে ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এতে একদিকে যেমন সমস্যায় পড়ছেন যাত্রীরা, অন্যদিকে আতঙ্ক কাজ করছে তাঁদের মনে। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আপাতত কিছুদিন মধ্যপ্রাচ্যগামী উড়ান বাতিল করার পথেই হেঁটেছে একাধিক বিমান সংস্থা। জানা গেছে লখনৌ-দামমাম, মুম্বই-কুয়েত এবং অমৃতসর-দুবাই রুটের উড়ান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উত্তর আমেরিকার পূর্ব সৈকত এবং ইউরোপগামী বিমান পরিষেবাও সাময়িকভাবে বন্ধ। ফলে উত্তর সেখান থেকে ভারতের উদ্দেশে রওনা দেওয়া বিমানগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরিষেবা সম্পূর্ণ বন্ধ করেছে কাতার এয়ারওয়েজ। ইন্ডিগো (Indigo) , আকাশা-র মতো উড়ান সংস্থাগুলিও একইপথে হাঁটতে চলেছে বলে খবর।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–