টালিগঞ্জের ১১১ নম্বর ওয়ার্ডে রবিবার উৎসবের আবহে ‘নবরূপে বৈশালী পার্ক’-এর সৌন্দর্যায়িত পরিসরে শুভ সূচনা হল ‘কৃষ্ণ-অর্জুন রথ’-এর। পার্কের এই নতুন রূপ ও রথ উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের সর্বভারতীয় সভাপতি, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, পুর প্রতিনিধি গোপাল রায় এবং এই প্রকল্পের মূল উদ্যোক্তা ও স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ দাস।

পার্কের নতুন রূপে সাজানো এলাকাবাসীর জন্য এক নতুন বিনোদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করল। পার্কজুড়ে রঙিন আলোকসজ্জা, মনোরম দৃশ্যাবলি এবং ধর্মীয় ভাবনায় নির্মিত ‘কৃষ্ণ-অর্জুন রথ’ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্বোধনী ভাষণে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “এই পার্ক শুধু শিশুদের জন্য নয়, পরিবারের সকলের মিলনস্থল হয়ে উঠবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের কাম্য।”

আরও পড়ুন – প্রত্যাঘাত! কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান


_


_
_

_
_
_

_

_

_

_

_