এবার ডুরান্ড কাপে (Durand Cup) অনিশ্চিত মোহনবাগানও (MBSG)। শোনা যাচ্ছে ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিতে পারে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ১৮ কিংবা ১৮ জুলাইয়ের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সবুজ-মেরুন ব্রিগেড। আর এতেই এই আসন্ন ডুরান্ড কাপ হওয়াটাই যেন এখন বিষ বাও জলে। ইতিমধ্যেই ৬ টি ক্লাব নিজেদের নাম তুলে নেওয়ার কথা জানিয়েছে। এবার মোহনবাগান সুপারজায়ান্টও(MBSG) নাকি সেই পথেই হাঁটতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের বৈঠকের পরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী হবে তা নিয়ে এখন সকলেই ধোঁয়াশায়। আইএসএল (ISL) কবে থেকে শুরু হবে তা নিয়ে কোনওরকম খবর নেই। আর সেই কারণেই কোনও দল তাদের প্রাক মরসুম প্রস্তুতি শুরু করতে পারছে না। ইতিমধ্যেই আইএসএলের ছটি দল তাদের প্রাক মরসুম প্রস্তুতি পিছিয়ে দিয়েছে। মোহনবাগানও কবে থেকে প্রস্তুতি সারবে তা ঠিক করতে পারছে না।
খুব সম্ভবত এএফসিতে নামার তিন সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করতে পারে। সেইসঙ্গে এবার ডুরান্ড কাপ (Durand Cup) থেকেও নাম তুলে নেওয়ার পথে মোহনবাগান সুপারজায়ান্ট। আর মোহনবাগানে নাম তুলে নেওয়ার গুঞ্জন শুরু হওয়ার সঙ্গেই যে ডুরান্ড কাপ হওয়া নিয়ে আরও বেশি অনিশ্চয়তা দেখা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন সকলেই জুলাইয়ের বৈঠকের অপেক্ষায়।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–