নিত্যদিনের দুর্ঘটনা যার সঙ্গী সেই রেল মন্ত্রক দাবি করছে এবার রেলের পরিষেবা উন্নত হবে। তার জন্য প্রয়োজন অর্থ। আর সেই অর্থ আসবে রেলযাত্রীদের পকেট থেকে। সেই উদ্দেশ্যেই এবার রেলের ভাড়া (rail fare) বাড়াচ্ছেন অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যে দেশে বাজেট থেকে রেলের খাতে বরাদ্দই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রেলমন্ত্রী, সেখানে রেলের উন্নয়নের টাকা যে জনগণের পকেট কেটেই আদায় করতে হবে তা বলাই বাহুল্য।
কিলোমিটার হিসাবে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক (Ministry of Railway)। মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন-এসি যাত্রীদের ভাড়া (rail fare) কিলোমিটার পিছু ১ পয়সা করে বাড়াবে রেল মন্ত্রক (Ministry of Railway)। একইভাবে এসি কোচের যাত্রীদের জন্য ভাড়া বাড়বে কিলোমিটার পিছু ২ পয়সা করে। ১ জুলাই থেকে সেই বর্ধিত ভাড়া লাগু হবে। তবে ৫০০ কিমির কম দূরত্বে কোনও ভাড়া বাড়বে না বলেই জানানো হয়।
সেক্ষেত্রে সাবার্বান বা লোকাল ট্রেনের (suburban railway) ভাড়া বাড়ছে না। এমনকি মাসিক টিকিটের ভাড়াও না বাড়ার বার্তা দিয়েছে রেল। ৫০০ কিমির বেশি রেলযাত্রায় সাধারণ যাত্রীদের ভাড়া প্রতি কিলোমিটারে আধ পয়সা করে বাড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
–
–
–
–
–
–
–
–
–
–
–