শতাব্দী প্রাচীন উয়াড়ী ক্লাবের (WARI) জার্সিতে আরও সেই অতীতের ছবি। হ্যাঁ সেই জার্সি পরে তারা হয়ত মাঠে নামতে পারবে না, কিন্তু একসময় গোটা ময়দানে যে জামার মতো জার্সি দেখা যেত। এবারের সিএফএলে (CFL) নামার আগে সেরকমই জার্সি উয়াড়ী ক্লাবের। মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রকাশ্যে এল সেই জার্সিই। উপস্থিত ছিলেন বাংলা তো বটেই, ভারতের অন্যতম সেরা গোলকিপার তরুণ বোস ( Tarun Bose)। উপস্থিত ছিলেন আইএফ-র সচিব অনির্বান দত্ত সহ অন্যান্য অতিথিরা।
আগামী ২৫ জুন থেকে শুরু হতে চলেছে এবারের সিএফএল (CFL) প্রিমিয়ার লিগ। সেখানেই অংশগ্রহন করছে উয়াড়ী। একসময় বহু অঘটন ঘটালেও, এখন অনেকটাই ম্লান উয়াড়ীর (WARI) সেই গৌরব। ১২৭ বছরের পুরনো ক্লাব। কয়েক বছর আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের ময়দানের ক্লাব তাঁবু। আবারও অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। এবার সিএফএলের প্রিমিয়ার ডিভিশনেও নামছে উয়ারি। তার আগেই লাল-সাদা জার্সি উন্মোচন উয়াড়ির।
সেখানেই যেমন উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা তরুন বোস, তেমনই উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রালও। আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে সিএফএল প্রিমিয়ার লিগ। সেখানেই এবার উয়াড়ি ভালো পারফরম্যান্স করতে পারে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–